WTC Final : আইপিএল চলাকালীনই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রস্তুতি সেরেছে ভারত

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শেষ হয়েছে আইপিএল, এবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য আবারও একজোট হল ভারতীয় ক্রিকেটাররা। ইতিমধ্যেই কেন্টে অনুশীলন করছে ভারতীয় দল।
কিন্তু শুধু অল্প এই কয়েক দিনের অনুশীলনে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতি সারা হবে ভারতের? এই নিয়ে এবার বড়সড় কথা সামনে আনলেন ভারতের তারকা অলরাউন্ডার অক্ষর প্যাটেল।
তিনি জানিয়েছেন, আইপিএল চলাকালীনই লাল রঙের ডিউক বলে অনুশীলন করেছেন ভারতীয় ক্রিকেটাররা। আইসিসিকে দেওয়া সাক্ষাৎকারে অক্ষর প্যাটেল বলেছেন, "ডিউক বলে ফাইনাল খেলা হবে, এটা আমরা আইপিএলের আগে থেকে জানতাম।"
আরও পড়ুন - WTC Final : অস্ট্রেলিয়াকে হারাতে এই বিভাগের উপর জোর দিচ্ছে টিম ইন্ডিয়া
"তাই আইপিএল চলাকালীন, আমরা আলোচনা করে সিদ্ধান্ত নিই যে আমরা লাল বলেও বল করব। আমাদের কাছে লাল বল ছিল, তাই সেটি আমরা ব্যবহার করছিলাম। আপনি জানেন কখন আর কিভাবে খেলতে হবে, কত সময় রয়েছে আপনার কাছে। সাদা বল থেকে লাল বলের এই মানসিক পরিবর্তন করাটা কঠিন, তবে আমাদের কাছে যথেষ্ট সময় ছিল।"
এরপর অক্ষর বলেছেন, "আমরা সাদা বল থেকে লাল বলে পরিবর্তন করেছি। যেমনটা আমরা এসজি থেকে ডিউকসে পরিবর্তন করি, আপনাকে আপনার প্রতিভা আর স্কিল ব্যবহার করতে হবে। আপনাকে আপনার পরিকল্পনা, আপনার বোলিংয়ের ছন্দকে কাজে লাগাতে হবে। বল যেমনই হোক না কেন, ভালো জায়গায় ভালো বল দিলে, সেটি কাজ করবেই।"
আগামী ৭-১১ জুন লন্ডনের দ্য ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ভারত।