IPL 2023 : Do not Disturb মোডে চলে গিয়েছেন বিরাট কোহলি, দেখুন ভিডিও

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শুক্রবার থেকে শুরু হতে চলেছে আইপিএল ২০২৩। আগামী ২ এপ্রিল চিন্নাস্বামী স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে অভিযান শুরু করবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
আর তার আগে ডু নট ডিস্টার্ব মোডে চলে গিয়েছেন আরসিবির তারকা ব্যাটার বিরাট কোহলি। আরসিবির অফিশিয়াল টুইটার হ্যান্ডেলে দেখা গিয়েছে, চোখ-ধাঁধানো কিছু লফটেড শট ও ড্রাইভ খেলছেন বিরাট কোহলি।
গত বছরের এশিয়া কাপ থেকে বেশ ভালো ফর্মে রয়েছেন বিরাট। গত আইপিএলের হতাশাজনক পারফর্মেন্সের পর এবারের আইপিএলে ভালো করতে মরিয়া থাকবেন বিরাট।
আইপিএলের ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহক বিরাট কোহলি। তবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর সেই কাঙ্খিত খেতাবটি পায়নি। এবার সেই খেতাব জিততে মরিয়া থাকবে আরসিবি।