ভিডিও : আউট হওয়ার পর কোচ ব্রেন্ডন ম্যাককালামের উপর ক্ষোভ প্রকাশ অধিনায়ক শ্রেয়াস আইয়ারের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সোমবার ব্র্যাবোর্ন স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে দুর্দান্ত লড়েও হার মানতে হয় কলকাতা নাইট রাইডার্সকে। ৮৫ রানের অধিনায়কোচিত ইনিংস খেলেন শ্রেয়াস আইয়ার, কিন্তু তা সত্ত্বেও সাত রানে হারতে হয় নাইটদের।
তবে দলকে জেতাতে না পারার যন্ত্রণাটা ডাগআউটে প্রকাশ করলেন শ্রেয়াস আইয়ার। যুজবেন্দ্র চাহালের কাছে এলবিডব্লু আউট হওয়ার পর শ্রেয়াস যখন প্যাভিলিয়নে ফেরেন, তখন দেখা যায় তিনি হেড কোচ ব্রেন্ডন ম্যাককালামের উপর ক্ষোভ প্রকাশ করছিলেন। আর এই মুহুর্তটির ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।
যদিও ঠিক কি নিয়ে শ্রেয়াস ক্ষোভ উগড়ে দেন, সে নিয়ে কোনও স্পষ্টতা মেলেনি। তবে যা সম্ভাবনা, ব্যাটিং অর্ডারে হেরফের নিয়ে একেবারেই খুশি নন শ্রেয়াস। হয়ত সেই কারণেই এই ক্ষোভপ্রকাশ।
এছাড়া সতীর্থ ভেঙ্কটেশ আইয়ারের উপরও ক্ষোভপ্রকাশ করেন শ্রেয়াস। ১৬তম ওভারে ডিপ পয়েন্ট অঞ্চলে বল মারেন ভেঙ্কটেশ, এক রান নেওয়ার পর শ্রেয়াস দেখেন যে দুই রানের সুযোগ রয়েছে। সেই সময় ভেঙ্কটেশ প্রাথমিকভাবে অধিনায়ককে সারা দিলেও শ্রেয়াস যখন মাঝ-পিচে চলে আসেন, তখন ভেঙ্কটেশ তাকে ফিরিয়ে দেন।
যদিও শ্রেয়াস রান আউট হওয়া থেকে বেঁচে যান, কিন্তু ভেঙ্কটেশের এই আচরণে খুশি হননি শ্রেয়াস। সেই সময় তিনি ক্ষোভ উগড়ে ভেঙ্কটেশকে তার ভুল বুঝিয়ে দেন কেকেআর অধিনায়ক।