ভিডিও : নেট বোলার থেকে আইপিএল অভিষেক, পরিবারের শুভেচ্ছা পেয়ে কান্নায় ভাঙলেন উমরান

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গত রবিবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে আইপিএল অভিষেক করেন জম্মু ও কাশ্মীরের তরুণ পেসার উমরান মালিক। এবং প্রথম ম্যাচের প্রথম ওভারে ১৫০ কিমি প্রতি ঘন্টার গতিতে বল করে চমকে দেন। এর জেরে চলতি আইপিএলের সেরা দশ দ্রুততম ডেলিভারিতে জায়গা করে নেন ২১ বছরের উমরান।
জম্মু ও কাশ্মীরের এই তরুণ ক্রিকেটারের কাছে এই অভিষেক ছিল একেবারে অপ্রত্যাশিত। নেট বোলার হিসেবে সানরাইজার্স হায়দ্রাবাদ দলে ছিলেন। এরপর টি নটরাজনের করোনার জেরে মূল দলে সুযোগ পান উমরান। আর তারপরেই পেলেন বড় সুযোগ।
কিন্তু এই সুযোগ উমরানের কাছে কত বড় পাওনা, তা দেখা গিয়েছে এক ভিডিওতে। সোমবার সানরাইজার্সের তারকা আফগান স্পিনার রশিদ খান একটি ভিডিও শেয়ার করেন টুইটারে, যেখানে দেখা গিয়েছে, বড় পর্দায় উমরানের পরিবার তাকে শুভেচ্ছা জানান। আর সেই ভিডিও বার্তা দেখে সতীর্থদের সামনে কান্নায় ভেঙে পড়েন উমরান।
কলকাতার বিরুদ্ধে অনবরত ১৪০ কিমির বেশি পেসে বল করে গিয়েছেন উমরান। এমনকি, দুটি ডেলিভারি ১৫০ কিমি প্রতি ঘন্টায় বল করে গিয়েছেন এবং তার দ্রুততম বল ছোঁয় ১৫১.০৩ কিমি প্রতি ঘন্টায়।