ভিডিও : বাংলাদেশে ঝড় তুললেন সুনীল নারাইন, মাত্র ১৩ বলে অর্ধশতরান, দারুণ খুশি KKR সমর্থকরা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আইপিএল ২০২২ নিলামের আগে কেন সুনীল নারাইনকে রিটেইন করেছিল কলকাতা নাইট রাইডার্স, সে নিয়ে নানা প্রশ্ন উঠেছিল। কিন্তু সেই সমস্ত প্রশ্নের জবাব দিয়ে দিলেন স্বয়ং নারাইন। ক্যারিবিয়ান এই অলরাউন্ডার বাংলাদেশ প্রিমিয়ার লিগ ব্যাট হাতে ঝড় তুললেন, যা দেখে দারুণ খুশি হবে কেকেআর সমর্থকরা।
বুধবার মিরপুরের শের এ বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আর সেই ম্যাচে ভিক্টোরিয়ান্সের হয়ে রান তাড়া করতে গিয়ে মাত্র ১৩ বলে অর্ধশতরান হাঁকেন সুনীল নারাইন।
১৪৯ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে গিয়ে ৫টি চার ও ৬টি ছয় মারেন নারাইন। আর এর জেরে মাত্র ১২.৫ ওভারে ১৪৯ রান তুলে নিয়ে ফাইনালে ওঠে কুমিল্লা। শেষ অবধি ১৬ বলে ৫৭ রান করে আউট হন নারাইন।
আর এর জেরে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ইতিহাসের দ্রুততম অর্ধশতরানের নজির গড়েন নারাইন। এছাড়া মাত্র এক বলের জন্য টি২০ ক্রিকেটের ইতিহাসের দ্রুততম অর্ধশতরান করা থেকে বঞ্চিত থাকলেন নারাইন। ১২ বলে ৫০ করে শীর্ষে রয়েছেন যুবরাজ সিং।
দেখুন ভিডিও -