ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিজের নামে স্ট্যান্ড উদ্বোধনে বাবা-মাকে এগিয়ে দিলেন রোহিত শর্মা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ প্রাক্তন ভারতীয় অধিনায়ক ও মুম্বই ইন্ডিয়ন্সের প্রাক্তন নেতা রোহিত শর্মা হলেন দেশের দ্বিতীয় সক্রিয় ক্রিকেটার, যার নামে ভারতের কোনও স্টেডিয়ামে একটি স্ট্যান্ড নামকরণ করা হয়েছে। এর আগে এই সম্মান পেয়েছেন কেবল বিরাট কোহলি।
মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ, রোহিতের স্ত্রী ঋতিকা সাজদেহ এবং তার বাবা-মা গুরুনাথ ও পূর্ণিমা শর্মা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে রোহিত নিজেই মঞ্চে দাঁড়িয়ে তার বাবা-মাকে মঞ্চে ডেকে নিয়ে আসেন এবং একটি বোতাম টিপে ‘রোহিত শর্মা স্ট্যান্ড’-এর নাম উন্মোচন করান।
আগামী ২১ মে ওয়াংখেড়ে স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালস বনাম মুম্বই ইন্ডিয়ন্স ম্যাচে রোহিত নিজে এই স্ট্যান্ডে খেলবেন। এই মুহূর্ত সম্পর্কে বলতে গিয়ে আবেগপ্রবণ রোহিত বলেন, "২১ তারিখে যখন আমি মুম্বই ইন্ডিয়ন্সের হয়ে এখানে খেলতে নামব, তখন এটা আমার জীবনের এক অসাধারণ অনুভূতি হবে। আর যদি কখনও দেশের হয়ে এখানে নামতে পারি, তখন সেই অনুভূতি আরও গভীর হবে। এই বিশাল সম্মান পেয়ে আমি কৃতজ্ঞ, বিশেষ করে আমার পরিবার, আমার মা-বাবা, ভাই ও তার স্ত্রী, এবং আমার স্ত্রী ঋতিকার সামনে এটা হওয়ায় এই মুহূর্তটা আরও বিশেষ হয়ে উঠেছে। ওরা আমার জন্য অনেক ত্যাগ করেছে, আমি তাদের প্রতি চিরকৃতজ্ঞ। আমি আমার বিশেষ দল মুম্বই ইন্ডিয়ন্সকেও ধন্যবাদ জানাই।”
The Emotional Rohit Sharma - talking about the Proud feeling when he will play with stand named after him, thanking his family & Mumbai Indians. ❤️???? pic.twitter.com/ebvUkaPeCo
— Johns. (@CricCrazyJohns) May 16, 2025
মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন ওয়াংখেড়ে স্টেডিয়ামের দিভেচা প্যাভিলিয়ন লেভেল ৩-কে রোহিত শর্মার নামে নামকরণ করেছে। গত মাসে এমসিএর ৮৬তম বার্ষিক সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এছাড়াও, আরও দুটি স্ট্যান্ডের নাম পরিবর্তন করা হয়েছে— গ্র্যান্ড স্ট্যান্ড লেভেল ৩-এর নাম রাখা হয়েছে ‘শরদ পাওয়ার স্ট্যান্ড’ এবং গ্র্যান্ড স্ট্যান্ড লেভেল ৪-এর নাম হয়েছে ‘অজিত ওয়াদেকার স্ট্যান্ড’।