চন্দ্রযান ৩-এর ঐতিহাসিক অবতরণ নিয়ে উদযাপন করলেন মহেন্দ্র সিং ধোনি, দেখুন সেই মুহুর্ত

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বুধবার চন্দ্রপৃষ্টে সফলভাবে অবতরণ করেছে ভারতের চন্দ্রযান ৩। আর এই নিয়ে দেশজুড়ে উৎসবের মেজাজ। আর এই উদযাপনে সামিল হয়েছেন বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও।
আরও পড়ুন - তিলক বর্মার এশিয়া কাপে অভিষেক হওয়া উচিত নয়, কারণ জানালেন শ্রীকান্ত
ধোনির এক সুপারফ্যান চন্দ্রশেখর সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে দেখা যাচ্ছে, চন্দ্রযান ৩ এর অবতরণে বেশ খুশি হয়েছিলেন ধোনি। ধোনির সাথে উদযাপনে মাতে তার মেয়ে জিভাও।
ধোনির স্ত্রী সাক্ষী নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিও ছাড়েন, যেখানে জিভা এই ঐতিহাসিক মুহুর্তটি নিয়ে উৎসবে মাতে।
এই সফল অবতরণের জেরে ভারত চতুর্থ দেশ হিসেবে চাঁদে পৌছনোর কীর্তি অর্জন করল। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া এই কৃতিত্ব অর্জন করেছে। যদিও চীনের দক্ষিণ মেরুতে নামা প্রথম দেশ হিসেবে কীর্তি অর্জন করল ভারত।