ভিডিও : প্রতিপক্ষ হলেও বন্ধু তো! অর্ধশতরানের পর বিরাট কোহলির পিঠ চাপড়ে দিলেন মহম্মদ শামি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চলতি আইপিএলে দুঃস্বপ্নের ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছিলেন বিরাট কোহলি। কিন্তু শনিবার গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ৪৫ বলে নিজের অর্ধশতরান পূরণ করেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের এই মহাতারকা।
আর বিরাট কোহলির এই কৃতিত্বের পর কোহলির পিঠ চাপড়ে দিলেন গুজরাট টাইটান্সের পেসার মহম্মদ শামি। আইপিএলে প্রতিপক্ষ হলেও বছরের বাকি সময়টা তো দেশের হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই চালিয়ে যান বিরাট-শামি। আর কোহলির ফর্মে ফিরে আসাটা কতটা লড়াইয়ের ফল, সেটি বুঝতেই পেরেছেন শামি।
গুজরাট টাইটান্সের বিরুদ্ধে দুর্দান্ত ব্যাটিং করেন বিরাট কোহলি। ওপেন করতে নেমে ৫৩ বলে ৫৮ রানের ইনিংস খেলেন বিরাট। অর্ধশতরান করার পরে গ্যালারি থেকে স্ত্রী অনুষ্কা শর্মার উচ্ছ্বাস ছিল দেখার মত।