ভিডিও : নেটে ঝড় তুললেন সুনীল নারাইন, বিভিন্ন পরিস্থিতি অনুযায়ী অনুশীলন কলকাতা নাইট রাইডার্সের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : পরপর ম্যাচ হেরে ইতিমধ্যেই অস্বস্তিতে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। রাজস্থান রয়্যালস ও গুজরাট টাইটান্সের বিরুদ্ধে লড়েও হারতে হয়েছে নাইটদের। এবার সামনে দিল্লি ক্যাপিটালসের মত শক্তিশালী প্রতিদ্বন্দ্বী। আর তার আগে প্রস্তুতিতে মগ্ন নাইটরা।
মঙ্গলবার থানেতে প্রচন্ড গরমের মধ্যে অনুশীলনে নেমেছিলেন নাইট ক্রিকেটাররা। নেটে কার্যত ঝড় তুলতে দেখা গিয়েছে সুনীল নারাইনকে। ছয় ও চার মারার পাশাপাশি ব্যাট ও বলের সুন্দর সংযোগ ঘটাচ্ছেন নারাইন। অপর প্রান্তে নেটে স্যাম বিলিংসকেও বেশ আগ্রাসী ব্যাট করতে দেখা গিয়েছে। থ্রো-ডাউন স্পেশালিস্টের মাধ্যমে বেশ অনায়াসেই খেলছিলেন নারাইন-বিলিংস।
গত দুই ম্যাচে ওপেনার হিসেবে সুনীল নারাইনকে নামানোর প্রয়াস ঘটিয়েছিল নাইট ম্যানেজমেন্ট। এবং যা সম্ভাবনা, তাতে দিল্লি ম্যাচেও একই ঘটনা ঘটতে পারে। এদিকে স্যাম বিলিংসকেও হয়ত একাদশে দেখা যেতে পারে।
এদিকে, ম্যাচে বিভিন্ন পরিস্থিতি অনুযায়ী সিমিউলেশন অনুশীলন সারছিল কলকাতা নাইট রাইডার্স। অর্থাৎ, কোনও একটি পরিস্থিতি বিচার করে সেই মত একটি ম্যাচ সেট-আপের মাধ্যমে অনুশীলন করে থাকে দলগুলি। আর ঠিক সেটিই করছিল নাইটরা। অর্থাৎ স্পষ্ট, ম্যাচ জেতার জায়গা থেকে যেভাবে হেরে আসছে, সেটি যাতে আর না হয়, সে কারণে আলাদা করে অনুশীলন সারছে কেকেআর।