ভিডিও : নিলামের মাঝেই দুর্যোগ! অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন নিলামকারী হিউ এডমিডেজ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আইপিএল ২০২২ মেগা নিলামে বড়সড় দুর্যোগ ঘটল। নিলাম চলাকালীনই মাটিতে লুটিয়ে পড়লেন নিলামকারী হিউ এডমিডেজ। আর তা দেখে আতঙ্কিত হয়ে পড়েন ফ্র্যাঞ্চাইজির কর্নধার ও সাপোর্ট স্টাফরা।
শ্রীলঙ্কার তারকা অলরাউন্ডার ওয়ানিন্দু হসরঙ্গার নিলাম যখন চলছিল, তখনই হঠাত করেই মাটিতে লুটিয়ে পড়লেন নিলামকারী।
তবে আশার বিষয় হচ্ছে, ইতিমধ্যেই জ্ঞান ফিরে এসেছে হিউয়ের, এবং পায়ের উপর দাঁড়িয়েছেন তিনি। যদিও নিলাম করা যাবে কিনা, সে নিয়ে সন্দেহ রয়েছে।
দেখুন ভিডিও -