সমর্থকদের চিৎকারে সাক্ষাৎকার দিতে অসুবিধা হল ধোনির!

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আইপিএল ২০২৩ এর গ্রুপ পর্বে চিপকে এটিই চেন্নাই সুপার কিংসের শেষ ম্যাচ। তবে কি এটিই চিপকে ধোনির শেষ ম্যাচ? ম্যাচের শুরু থেকে এই নিয়ে আলোচনা চলছিল।
কলকাতার বিরুদ্ধে চেন্নাই ম্যাচ হারলেও ম্যাচের পর সমর্থকদের উচ্ছ্বাষ ছিল দেখার মত। চিপকের সমর্থকদের গগনচুম্বী চিৎকারে সাক্ষাৎকার দিতে সমস্যা হয়েছে খোদ মহেন্দ্র সিং ধোনির!
পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে যখন সাইমন ডুল ধোনিকে প্রশ্ন করতে যান, তখন ৪১ বছর বয়সী সুপারস্টার কিছুই শুনতে পারছিলেন না। কারণ সমর্থকরা এত জোরে চিৎকার করছিলেন।
এই পরিস্থিতিতে সামনে থাকা স্পিনারের আওয়াজ আরও জোরে করতে দেখা যায় ধোনিকে। শেষ অবধি সাইমন ডুল বারবার একই প্রশ্ন দিলে উত্তর দেন ধোনি।