ভিডিও : রাজস্থান ম্যাচের পর এবার KKR এর বিরুদ্ধে নো বল নিয়ে বিতর্ক বাঁধালেন ঋষভ পন্থ!

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চলতি আইপিএলে ভালো ম্যাচ ও দুর্দান্ত ক্রিকেট দেখার পাশাপাশি নানা বিতর্কেরও উদ্রেক হয়েছে। আর এর মধ্যে বড়সড় বিতর্ক ঘটিয়েছিলেন ঋষভ পন্থ, তা নিঃসন্দেহে বলাই যায়। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নো বল নিয়ে বড়সড় কান্ড ঘটিয়েছিলেন পন্থ ও দিল্লি ক্যাপিটালস। এবার এত বড় না হলেও, কিছুটা বিতর্ক তৈরি হয়েছিল কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচে।
বৃহস্পতিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স। প্রথম ইনিংসে কলকাতার ব্যাটিংয়ের সময়ে ১৭তম ওভার বল করতে আসেন ললিত যাদব। সেই ওভারে একটি বড়সড় ফুলটস করে বসেন, যা ছয় মারেন নীতিশ রানা। অন ফিল্ড আম্পায়ার সেই বলটিকে নো বল দেন। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন দিল্লি অধিনায়ক ঋষভ পন্থ।
মাঠের মধ্যেই তিনি আম্পায়ারদের সাথে তর্ক জুড়ে দেন যে এটি নো বল নয়। যদিও রিপ্লেতে দেখা গিয়েছে, স্পষ্টতই ফুলটস বলটি নীতিশ রানার কোমরের উপর দিয়ে গিয়েছে। যার ফলে নিয়ম অনুযায়ী এটি নো বল।
দেখুন ভিডিও -