সেই লর্ডস, সেই বোল্ট-স্টোকস - ২০১৯ বিশ্বকাপ ফাইনালের চিরস্মরণীয় ঘটনা ফিরে এল ২০২২ এ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ২০১৯ বিশ্বকাপ ফাইনালের ঘটনা আবারও ফিরে এল ২০২২ সালে। মাঠটি সেই একই, ঐতিহ্যশালী লর্ডস। প্রতিপক্ষও একই, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। এবং দুই ক্ষেত্রেই ব্যক্তিত্ব হিসেবে ছিলেন বেন স্টোকস ও ট্রেন্ট বোল্ট। তবে শুধু ফর্ম্যাটে এসেছে পরিবর্তন।
প্রথম টেস্টের তৃতীয় দিনে ইংল্যান্ডের চতুর্থ ইনিংসের ৪৩তম ওভারে ঘটেছে এমন ঘটনা, যা স্মরণ করিয়ে দিয়েছেন ২০১৯ বিশ্বকাপ ফাইনালের। ৪৩তম ওভারে ট্রেন্ট বোল্টের বলে জো রুট পুল শট মারেন এবং এক রান নিতে যান, কিন্তু নিউজিল্যান্ডের ফিল্ডার ক্ষিপ্রতার সাথে তা ধরেন এবং নন স্ট্রাইকার এন্ডে ছুঁড়ে মারেন। সেই সময়ে নন স্ট্রাইকার এন্ডে বেন স্টোকস ক্রিজে ঢুকতে যাবেন, এমন সময়ে বলটি স্টোকসের ব্যাটে লেগে অন্যদিকে চলে যায়।
আর তারপর বোল্ট ও স্টোকস হাসিতে ২০১৯ এর ঘটনার কথা মনে করেন। এরপর স্টোকস ও রুট হাত তুলে দাঁড়িয়েছিলেন, যা ২০১৯ ফাইনালে সেই ঘটনার পর নিজেকে নিরপরাধ হিসেবে তুলে ধরতে হাত তুলেছিলেন স্টোকস।
এমনকি, ধারাভাষ্যে থাকা সাইমন ডুল ও মার্ক টেলর বিষয়টি নিয়ে আলোচনা করেন। ডুল বলে ওঠেন, "কি হচ্ছে!!" আর তার জবাবে টেলর বলেন, "উনি কেন এই শটটি লর্ডসের জন্য বাঁচিয়ে রাখেন।"
বলা বাহুল্য, চলতি টেস্টে বেন স্টোকস প্রথমবার ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে দায়িত্ব নিলেন, এবং ১১০ বলে ৫৪ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন।