গ্রেগ চ্যাপেল সমস্যার জন্য টি২০ বিশ্বকাপে অধিনায়ক হতে পারেননি তিনি, বড় দাবি যুবরাজ সিংয়ের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : প্রাক্তন ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং একটি চাঞ্চল্যকর অভিযোগ তুলে ধরেছেন, যেখানে তিনি দাবি করেছেন যে ২০০৭ সালের টি২০ বিশ্বকাপে ধোনি নন, তার অধিনায়ক হওয়ার কথা ছিল। যদিও ধোনির নেতৃত্বে সেই বিশ্বকাপ জেতে ভারত।
সেই সময়ে কেউই আন্দাজ করেননি যে মহেন্দ্র সিং ধোনিকে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হবে, যেহেতু তিনি কখনও ঘরোয়া ক্রিকেটে নেতৃত্ব দেননি। এছাড়া একাধিক সিনিয়র খেলোয়াড়ও ছিল এই দৌড়ে, যার মধ্যে ছিলেন যুবরাজ সিংও।
এবং যুবরাজ দাবি করেছেন, তাকে অধিনায়ক হিসেবে না বাছার জন্য গ্রেগ চ্যাপেলের ঘটনাটিও বড় ইস্যু ছিল। যে কারণে বিসিসিআইয়ের একাংশের কাছে বিরাগভাজন হন যুবরাজ।
এই নিয়ে এক সাক্ষাৎকারে যুবরাজ বলেন, "আমার অধিনায়ক হওয়ার কথা ছিল, তারপর গ্রেগ চ্যাপেলের ঘটনা ঘটল। যেখানে চ্যাপেল বনাম শচীনের দ্বন্দ্ব তৈরি হয়েছিল। আমি সম্ভবত একমাত্র খেলোয়াড় ছিলাম যে সমর্থন করেছিল, যেখানে আমি আমার সতীর্থকে সমর্থন করেছিলাম। এবং অনেক মানুষ, বিশেষ করে বিসিসিআই কর্তারা এটি পছন্দ করেননি। এমনটা বলা হয়েছিল যে কাউকে অধিনায়ক করা যাবে কিন্তু আমায় নয়, এমনটাই শুনেছিলাম।"
এরপর যুবরাজ যোগ করেন, "আমি জানি না কতটা সত্যি। তবে হঠাৎ করে আমায় সহ-অধিনায়কত্ব থেকে সরানো হয়। সেহওয়াগকেও দলে রাখা হয়নি। তাই একেবারে হঠাৎ করে, মাহিকে ২০০৭ টি২০ বিশ্বকাপের নেতা করা হয়েছিল। আমি ভেবেছিলাম আমি অধিনায়ক হব।"