উমেশ যাদব ও ওয়াশিংটন সুন্দরের পর ইংল্যান্ডে কাউন্টি খেলবেন এই তারকা ভারতীয় বোলার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ইংল্যান্ডে কাউন্টি খেলার সুযোগ পেলেন আরও এক ভারতীয় ক্রিকেটার। কাউন্টি চ্যাম্পিয়নশিপের শেষ তিন ম্যাচের জন্য ওয়ারউইকশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব সই করাল ভারতীয় পেসার মহম্মদ সিরাজকে।
গত এজবাস্টন টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে ৬৬ রানে চার উইকেট নিয়েছিলেন সিরাজ। আর এবার ওয়ারউইকশায়ারের হয়ে কাউন্টি ক্রিকেট খেলে অভিজ্ঞতা বাড়াবেন এই তারকা পেসার। বর্তমানে জিম্বাবওয়ে সফরে রয়েছেন সিরাজ, তবে টি২০ ক্রিকেটে ভারতীয় দলের ভাবনায় তিনি আপাতত নেই।
ওয়ারউইকশায়ারে সই করে সিরাজ বলেছেন, "আমি উচ্ছ্বসিত বেয়ার্স স্কোয়াডে যোগ দেওয়ার জন্য। আমি সব সময় ইংল্যান্ডে এসে ভারতীয় দলের হয়ে খেলা উপভোগ করেছি, এবং আমি মুখিয়ে রয়েছি কাউন্টি ক্রিকেটের অভিজ্ঞতা অর্জনের জন্য। আমি ওয়ারউইকশায়ার ক্রিকেট ক্লাব ও বিসিসিআইকে কৃতজ্ঞতা জানাতে চাই এই সুযোগ দেওয়ার জন্য।"
সদ্য কাউন্টিতে সাসেক্সের হয়ে খেলেছেন চেতেশ্বর পুজারা। এছাড়া মিডলসেক্সের হয়ে খেলেছেন উমেশ যাদব এবং ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলেছেন ওয়াশিংটন সুন্দর। এবার ওয়ারউইকশায়ারের হয়ে খেলবেন সিরাজ।