এই কারণে আইপিএল জিততে চায় সিএসকে ক্রিকেটাররা! গোপন চ্যাট ফাঁস করলেন রায়না

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ মঙ্গলবার চিপকের মাঠে গুজরাট টাইটান্সকে ১৫ রানে পরাজিত করে ২০২৩ আইপিএল ফাইনালে পৌছে গেছে চেন্নাই সুপার কিংস। এই নিয়ে ১০ বার আইপিএল ফাইনাল খেলতে চলেছে ধোনির চেন্নাই। তবে এবারের আইপিএল চেন্নাই ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটারদের জন্য স্পেশাল। এই আইপিএলে নিজেদের সর্বস্ব দিয়ে ট্রফি জিততে চান রুতুরাজ, জাদেজারা।
এবার সিএসকে দলের ভিতরের খবর দিলেন প্রাক্তন চেন্নাই সুপার কিংস তারকা ক্রিকেটার সুরেশ রায়না। সম্প্রতি রুতুরাজ গায়েকোয়াড়ের সাথে ব্যক্তিগত চ্যাট ফাঁস করেছেন রায়না।
আরও পড়ুন- “অবসর নিয়ে মাথাব্যাথা নেই!” আইপিএল ফাইনালে উঠে কী বললেন ধোনি?
রায়না জানিয়েছেন, "চেন্নাই কীভাবে ফাইনালে উঠেছে দেখুন, ১৪ মরশুমে ১০ বার ফাইনাল, আমার মনে হয় এটি একটি অসাধারণ কীর্তি। ধোনি এর জন্য কৃতিত্ব প্রাপ্য। রুতুরাজ আমায় জানিয়েছেন যে সিএসকে দল ধোনির জন্য এই আইপিএল জিততে চায়। গোটা ভারতবর্ষ চায় ধোনি জিতুক আইপিএল।"
প্রসঙ্গত ৪ বারের আইপিএল চ্যাম্পিয়ন ধোনি! তাঁর দলের থেকে এগিয়ে শুধুমাত্র রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। অন্যদিকে পরের মরশুমে ধোনি খেলবেন কি না? সে বিষয় ধোনি বলেছেন যে ৮-৯ মাস হাতে সময় আছে। এখনই এই বিষয় নিয়ে মাথাব্যাথা করতে নারাজ