সুনীল ছেত্রীকে বাচ্চা ছেলে হিসেবে ভুল করে বসলেন বিরাট কোহলি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ভারতীয় ক্রিকেট ও ফুটবলের বর্তমান দুই সুপারস্টার হলেন যথাক্রমে বিরাট কোহলি ও সুনীল ছেত্রী। আর এই দুই সুপারস্টারের মধ্যে বড় মিল রয়েছে। ক্লাব-ফ্র্যাঞ্চাইজি পর্যায়ে দুজনেই খেলেন বেঙ্গালুরুর হয়ে।
কিন্তু ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রীকে বাচ্চা ছেলে হিসেবে ভুল করে বসবেন ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি - এটা বেশ অদ্ভুত। তবে এমন অদ্ভুত ঘটনা সত্যিই ঘটেছে।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অফিশিয়াল কিট স্পনসর পুমা নিজেদের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে, যেখানে ক্যাপশনে লেখা ছিল, 'গেম রেকগনাইজেস গেম'। আর এই ভিডিওতে দেখা যায়, বিরাট কোহলি চোখে পর্দা দিয়ে বাকি খেলোয়াড়দের চেনার চেষ্টা করেছেন।
সেই সময় হাতে লাল ক্রিকেট বল ধরে থাকা সুনীল ছেত্রীকে চিনতে বড়ই অসুবিধা হয় বিরাট কোহলির। এবং সুনীলের কম উচ্চতার কারণে তাকে 'বাচ্চা ছেলে' হিসেবে সম্বোধন করেন বিরাট। এরপর যখন পর্দা খুলে দেখেন সেই বাচ্চা ছেলেটি সুনীল ছেত্রী, তখন হাসিতে ফেটে পড়েন বিরাট।
এরপর চোখে পর্দা লাগিয়ে দীনেশ কার্তিককে ভুল করে মহম্মদ সিরাজ হিসেবে চিনে নেন বিরাট। তবে আরসিবি অধিনায়ক ফাফ ডু প্লেসিসকে তার ডান হাতের ট্যাটু ও ঘড়ি অনুভব করে চিনতে পারেন কোহলি।