দুঃস্বপ্নের ফর্ম থেকে বেরোতে এই কিংবদন্তির শরণাপন্ন হলেন বিরাট কোহলি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চলতি আইপিএলে দুঃস্বপ্নের থেকে বাজে ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন বিরাট কোহলি। ব্যাট হাতে টানা খারাপ খেলছেন বিরাট। শনিবার সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে প্রথম বলেই আউট হন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের এই মেগাস্টার। আর এই নিয়ে আইপিএলে পরপর দুইবার গোল্ডেন ডাকে আউট হয়েছেন বিরাট।
আর এই জঘন্য ফর্ম থেকে বেরোতে এবার কিংবদন্তী ওয়েস্ট ইন্ডিজ ব্যাটার ব্রায়ান লারার শরণাপন্ন হয়েছেন বিরাট। লারা বর্তমানে সানরাইজার্স হায়দ্রাবাদ দলের মেন্টর। শনিবার ম্যাচের পর দেখা যায় বিরাটকে লারার সাথে দেখা বলতে, যা নিজেদের সোশ্যাল মিডিয়ায় ছাড়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। দেখা যায়, লারা নিজের ব্যাটিং টিপস শেয়ার করছেন বিরাটের সাথে।
শনিবার মার্কো জানসেনের বলে খোঁচা দিয়ে এইডেন মার্করামের হাতে ক্যাচ দিয়ে বসেন বিরাট। এর আগে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে অফ স্টাম্পে দুষ্মন্ত চামিরার বলে আউট হন বিরাট।
চলতি আইপিএলে আট ইনিংসে মাত্র ১১৯ রান করেছেন বিরাট, স্ট্রাইক রেট ১২২.৬৮। এখনও অবধি একটিও অর্ধশতরান করেননি বিরাট, যেখানে মাত্র দুইবার ৪০ এর ঘর পেরিয়েছেন তিনি। এবং সমর্থকদের দুশ্চিন্তা, বিরাটের এই অফ ফর্ম যদি আন্তর্জাতিক ক্রিকেটেও চলে, তাহলে আসন্ন টি২০ বিশ্বকাপে কিভাবে নিজেদের তুলে ধরবে ভারত?