'রোনাল্ডো এখনও ফুরিয়ে যাননি', ফুটবল সমালোচকদের একহাত নিলেন কোহলি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: ভারতীয় তারকা ক্রিকেটার বিরাট কোহলি যিনি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর অন্যতম বড় ফ্যান। প্রকাশ্যে একাধিকবার কোহলি জানিয়েছেন,পর্তুগিজ মহাতারকার প্রতি তার অনুরাগের কথা। বর্ণময় ইউরোপিয়ান ফুটবল কেরিয়ার আপাতত শেষ করে, রোনাল্ডো এবার এশিয়ান ফুটবলে পা দিয়েছেন। তিন বছরের চুক্তিতে আল নাসের রেকর্ড ৬০০ মিলিয়ন ইউরোতে এসেছেন সিআরসেভেন। সৌদিতে এই প্রথমবার তিনি মাঠে নামলেন। আন্তর্জাতিক প্রীতি ম্য়াচে রিয়াদ অল স্টারস ইলেভেনের হয়ে খেললেন রোনাল্ডো। মেসি, নেইমার ও এমবাপেদের পিএসজি এই ম্যাচ ৫-৪ ব্যবধানে জিতেছে ঠিকই, কিন্তু রোনাল্ডো বুঝিয়ে দিয়েছেন যে, তিনি এখনও ফুরিয়ে যাননি। জোড়া গোলেই ফের একবার বুঝিয়ে দিয়েছেন যে, কিংবদন্তিদের মুছে ফেলা যায় না।
এবার ইন্সটাগ্রাম পোস্টে রোনাল্ডোর ছবি দিয়ে কোহলি লিখেছেন, "৩৮ বছর বয়সেও সর্বোচ্চ পর্যায়ের ফুটবলে দাপিয়ে খেলছে। আর ফুটবল বিশেষজ্ঞরা বসে ওর সমালোচনা করে যাচ্ছে। যাতে বাড়তি নজর কাড়া যায়, খবরে থাকা যায়। একটা লোক প্রায় শেষ বলে ধরে নেওয়া হচ্ছে যখন, সেই কিনা তখন বিশ্বের সেরা একটা টিমের হয়ে দুরন্ত পারফর্ম করছে।"
তবে কেন রোনাল্ডোকে এত পছন্দ করেন বিরাট? অনেকটা সিআর সেভেনের মতোই বিরাটকে গত তিন বছর ধারাবাহিক সমালোচনার সহ্য করতে হয়েছে। সেখান থেকে বেরিয়ে এখন আলোয় ফিরেছেন বিরাট। পর পর সেঞ্চুরি করে মুখ বন্ধ করে দিয়েছেন সমালোচকদের। তবে কোহলি আর সমালোচনাযে দূরত্ব বজায় করে চলবে তা নয়। কোহলির এই পোস্টার পরেই মেসি ভক্তদের ট্রোলের শিকার হতে হয়েছে কোহলিকে। কোহলির এই পোস্ট নিয়ে এখন সরগরম সোশ্যাল মিডিয়া।
যদিও ট্রোল মিম করতে গিয়ে ভারতীয় মেসি ভক্তরা কী ভুলে যাচ্ছেন যে আসন্ন ক্রিকেট বিশ্বকাপে ভারতীয় দলকে অনেকটাই নির্ভর করে থাকতে হবে কোহলির ওপর? এই বিষয়টি নিয়েও পাল্টা প্রশ্ন তুলছেন কোহলি ভক্তরা।