শচীন তেন্ডুলকরের এই অবিস্মরণীয় কীর্তির পুনরাবৃত্তি করতে চলেছেন বিরাট কোহলি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বুধবার ডমিনিকার উইন্ডসর পার্কে সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। আর এই ম্যাচে সকলের নজর থাকবে ভারতের সুপারস্টার বিরাট কোহলির উপর।
তবে এই টেস্টে বিশেষ এক কীর্তি গড়বেন বিরাট কোহলি, যা এর আগে ভারতীয় হিসেবে শুধু শচীন তেন্ডুলকরই করেছেন। কি সেই কীর্তি? চলুন দেখে নিই।
শচীনের পর বিরাট কোহলি প্রথম ভারতীয় ক্রিকেটার হবেন যিনি দেশের বাইরে টেস্ট ম্যাচে বাবা ও ছেলে দুজনের বিরুদ্ধেই খেলবেন। ২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে শিবনারায়ণ চন্দ্রপালের বিরুদ্ধে খেলেছিলেন বিরাট, আর এই সিরিজে সম্ভবত বিরাট মুখোমুখি হবেন তার ছেলে তেজনারায়ণ চন্দ্রপালের বিরুদ্ধে।
আরও পড়ুন - ওপেন নাকি নম্বর ৩? যশস্বীর ব্যাটিং অর্ডার নিয়ে দ্বিধায় ভারতীয় দল!
এর আগে ২০১১ সালে এই কীর্তি গড়েছিলেন শচীন, যেবার অস্ট্রেলিয়ায় মিচেল মার্শের বিরুদ্ধে খেলেন তিনি। ১৯ বছর আগে মিচেলের বাবা জিওফ মার্শের বিরুদ্ধে খেলেছিলেন শচীন।