বিশ্ব ফুটবলের এই ট্রান্সফার খবরের চিন্তায় মজেছেন বিরাট কোহলি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে বিরাট কোহলির নাম থাকবে একেবারে উপরের সারিতে। তবে ভারতীয় দলের অধিনায়কের ফুটবল প্রেম অজানা নয়। আইএসএলে এফসি গোয়ার সহ কর্নধারের ভূমিকাও পালন করেছেন, নিজে মাঠে নেমে ফুটবলও খেলেছেন, আবার ইউরোপীয় ফুটবলের বিষয়েও খবর রাখেন কোহলি।
এই মুহুর্তে ইংল্যান্ড সফরে যাওয়ার জন্য মুম্বইয়ে কোয়ারেন্টিনে রয়েছেন বিরাট কোহলি। আর সেই সময়ে ভক্তদের সাথে শনিবার ইনস্টাগ্রামে একটি প্রশ্নোত্তর পর্ব রেখেছিলেন বিরাট। আর সেখানে তিনি জানিয়েছেন, এই খেলোয়াড়ের ট্রান্সফারের খবর নিয়ে চিন্তায় রয়েছেন বিরাট।
এক ভক্ত বিরাটকে জিজ্ঞেস করেছিলেন যে গুগলে তিনি শেষবার কি সার্চ করেছিলেন। এর জবাবে বিরাট কোহলি জবাব দেন যে তিনি পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ট্রান্সফারের বিষয়ে খবর রাখছেন।
মরশুম শেষে জুভেন্টাস ছাড়তে পারেন রোনাল্ডো, এমন জল্পনা সামনে এসেছে। পিএসজি কিংবা ম্যানচেস্টার ইউনাইটেডে যাওয়ার জল্পনা ক্রমশই বাড়ছে রোনাল্ডোর, আর সেই খবরের আপডেটই গুগলে নজর রাখছেন বিরাট কোহলি। এর আগে একটি সাক্ষাৎকারে নিজের আগ্রাসী মনোভাবের জন্য বিরাট কোহলি আইডল হিসেবে স্বীকার করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। আর সেই কারণে তিনি জুভেন্টাস ও পর্তুগালকে সমর্থন করেন।