ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর প্রতি শ্রদ্ধায় আবেগঘন বিরাট কোহলি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : রবিবার ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরোক্কোর বিরুদ্ধে ০-১ ফলে পরাজিত হয়ে ছিটকে যায় পর্তুগাল। আর এর জেরে ধরে নেওয়াই যায়, বিশ্বকাপের মঞ্চে এটিই শেষ খেলা ৩৭ বছরের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। হারের পর চোখের জলে মাঠ ছাড়েন সিআর সেভেন।
আর এই পরিস্থিতিতে গোটা ফুটবল বিশ্ব পাশে দাঁড়িয়েছে রোনাল্ডোর। ফুটবল ইতিহাসে রোনাল্ডোর অসামান্য অবদানকে সম্মান জানিয়েছেন সকলেই। তবে শুধু ফুটবল বিশ্ব নয়, ক্রীড়াজগতের অন্যান্য ক্ষেত্র থেকেও এসেছে বার্তা।
আর এর মধ্যে রয়েছেন ক্রিকেট জগতের মহাতারকা বিরাট কোহলি। নিজের সোশ্যাল মিডিয়ায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর উদ্দেশ্যে বিরাট লিখেছেন, "কোনও ট্রফি বা খেতাব দ্বারা বোঝানো যাবে না খেলার জগতে বা বিশ্বজুড়ে খেলার ভক্তদের জন্য আপনি কি করেছেন। কোনও খেতাব তুলে ধরতে পারবে না কিভাবে আপনি কিভাবে মানুষের উপর প্রভাব ফেলেছেন এবং আমি আর বিশ্বের একাধিক মানুষ কিভাবে অনুভব করি যখন আপনি খেলেন। এটি ঈশ্বরের উপহার।"
"এটি একপ্রকার আশীর্বাদ যে একজন মানুষ যিনি প্রতিবার নিজের সর্বস্ব দিয়ে খেলেন এবং কঠিন পরিশ্রম ও অধ্যাবসায়ের চুড়ান্ত উদাহরণ এবং বিশ্বের সকল ক্রীড়াবিদদের কাছে একজন অনুপ্রেরণা। আপনি আমার কাছে সর্বকালের সেরা।"
এর আগে একাধিক সাক্ষাৎকারে বিরাট কোহলি জানিয়েছিলেন, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তার অনুপ্রেরণা। এবং রোনাল্ডোর অধ্যাবসায় দেখে বিরাট নিজেকে তৈরি করেছেন। আজ পর্তুগিজ মহাতারকার এই বিদায় যেন প্রভাবিত করল ভারতের মহাতারকাকে।