"পরবর্তী প্রজন্মকে নেতৃত্ব দাও"— শুভমানের প্রশংসায় পঞ্চমুখ কোহলি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: গুজরাট টাইটান্সের ওপেনার শুভমান গিল তাঁর জীবনের অন্যতম সেরা ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন। সোমবার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে আইপিএলে প্রথম সেঞ্চুরি করেন এই পাঞ্জাবি ব্যাটার। মাত্র ৫৮ বলে ১০১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন গিল।
শুভমানের এই ইনিংসের পর বিভিন্ন মহল থেকে শুভেচ্ছা বার্তা আসে। ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি তাঁর সোশ্যাল মিডিয়ায় গিলের একটি ছবি দিয়ে ক্যাপশন লিখে পোস্ট করেন। "ঈশ্বর তোমার মঙ্গল করুক। এগিয়ে যাও এবং পরবর্তী প্রজন্মকে নেতৃত্ব দাও।"
আইপিএল ২০২৩-এ সর্বোচ্চ রান সংগ্রাহক তালিকায় শুভমান গিল দ্বিতীয় স্থানে রয়েছেন। ১৩ ম্যাচে ৫৭৬ রান করেছেন গিল। যার মধ্যে ৪ টি হাফ সেঞ্চুরি এবং ১টি সেঞ্চুরি রয়েছে। আরসিবির ফাফ ডু প্লেসিস ৬৩১ রান করে প্রথম স্থানে রয়েছেন।
প্রসঙ্গত সানরাইজার্সের বিরুদ্ধে জয়ের ফলে গুজরাট টাইটান্স প্রথম দল হিসেবে আইপিএল ২০২৩-এর প্লে-অফে পৌছে গিয়েছে। ২১শে মে এম চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে নামবে হার্দিক পন্ডিয়ারা।