বুমরাহ নয়, অধিনায়ক যেন বিরাটই! টিম হাডলে দলকে উদ্দীপ্ত করলেন কোহলি - দেখুন ভিডিও

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : রোহিত শর্মার অনুপস্থিতির কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে পুনঃনির্ধারিত পঞ্চম টেস্টে ভারতকে নেতৃত্ব দিচ্ছেন জসপ্রীত বুমরাহ। তবে তারকা এই পেসারের এর আগে বড় পর্যায়ে অধিনায়কত্ব করার কোনও অভিজ্ঞতাই নেই।
ফলে সরাসরি দেশের নেতৃত্ব দেওয়াটা সহজ কাজ হবে না বুমরাহের জন্য, আর এক্ষেত্রে বুমরাহকে সাহায্য করছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। দ্বিতীয় দিন ফিল্ডিংয়ের সময়ে একাধিক ক্ষেত্রে দেখা গিয়েছে, নেতৃত্ব দিচ্ছেন বিরাট।
৪১৬ রানে অল আউট হওয়ার পর ভারত যখন ফিল্ডিং করতে নামে, সেই সময়ে টিম ইন্ডিয়ার হাডলে একটি চমৎকার দৃশ্য দেখা যায়। সচরাচর টিম হাডলে অধিনায়ক দলকে উদ্দীপ্ত করার কাজ করেন। কিন্তু এক্ষেত্রে সেই কাজটি করছিলেন বিরাট কোহলি। বরং বুমরাহ পাশে থেকে শুনছিলেন।
যদিও অধিনায়ক হওয়ার চাপটা ভালোই সামলেছেন বুমরাহ। টেলএন্ডার হিসেবে ব্যাট হাতে ৩০ রানের অসাধারণ ক্যামিও ও বল হাতে তিন উইকেট নিয়ে ইংল্যান্ডকে চাপে ফেলেছেন বুমরাহ। আর এক্ষেত্রে মেন্টর হিসেবে দারুণভাবে পাশে পেয়েছেন কোহলিকে।
দেখুন ভিডিও -