পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে শচীন তেন্ডুলকরের এই রেকর্ড ভাঙলেন বিরাট কোহলি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: তারকা ভারতীয় ব্যাটার বিরাট কোহলি একদিনের ম্যাচে দ্রুততম ১৩ হাজার রান করায় ভেঙে দিলেন শচীন তেন্ডুলকরের রেকর্ড। কোহলি, আর প্রেমাদাসা স্টেডিয়ামে পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে অপরাজিত ১২২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। কোহলি পঞ্চম খেলোয়াড় হিসেবে পুরুষদের একদিনের ক্রিকেটে এই মাইলফলকে পৌঁছান। শচীন তেন্ডুলকর, রিকি পন্টিং, জয়সুরিয়া এবং মাহেলা জয়াবর্ধনে এর আগে এই মাইলফলক ছুঁয়েছেন।
আরও পড়ুন: কলকাতা লিগের ডার্বি এই তারিখে
যেখানে তেন্ডুলকর ৩২১ টি ইনিংস নিয়েছিলেন এই মাইলফলকে পৌঁছতে, কোহলি সেখানে দ্রুততম মাইলফলক গড়ে ২৬৭ টি ইনিংস খেলে পৌঁছে গেলেন। পন্টিং (৩৪১) এবং সাঙ্গাকারা (৩৬৩) এবং জয়সুরিয়া (৪১৬) টি ইনিংস খেলে এই মাইলফলকে পৌঁছেছেন। ৪৭ টি শতরান সহ, একদিনের ক্রিকেটে
কোহলি শচীনের থেকে মাত্র দুটি শতরান দূরে।
কোহলি রিসার্ভ ডে'তে দ্বিতীয় দিনে ৭ রান থেকে আবার খেলা শুরু করেন এবং নাসিম শাহের ওভারে কোহলির ক্যাচ মিস করেন পাকিস্তানের ফিল্ডার। কেএল রাহুল ও বিরাট কোহলি দুর্দান্ত একটি পার্টনারশিপ করেন।
কোহলি তাঁর হাফ সেঞ্চুরি পূরণ করেন ৫৫ বলে আর বাকি শতরান করতে নেন মাত্র ২৯ বল। অন্যদিকে রাহুলও শতরান করে ভারতকে বড় লক্ষ্যমাত্রায় পৌঁছে দেয়। কোহলির ইনিংসে ভর করে ভারত নির্ধারিত ৫০ ওভারে ৩৫৬ রান করে।