আইপিএলে বিরাট মাইলফলক ছুঁলেন কোহলি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ গত ৩১ মার্চ থেকে শুরু হয়েছে ১৬ তম আইপিএল। ইতিমধ্যে প্রতিটি দলের একটি করে ম্যাচ খেলা হয়ে গেছে। রবিবার নিজেদের ঘরের মাঠে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ধুন্ধুমার ম্যাচে জয় তুলে নিয়েছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। এর পাশাপাশি নতুন এক রেকর্ড গড়লেন বিরাট।
রবিবার ৪৯ বলে ৮২ রানের দুরন্ত নট আউট ইনিংস খেলেছেন বিরাট। এটি ছিল তাঁর ৪৫ তম অর্ধশতরান। এছাড়াও তার ঝুলিতে রয়েছে ৫টি সেঞ্চুরি। অর্থাৎ রবিবার, দীর্ঘ আইপিএল কেরিয়ারে এটি ৫০ তম ৫০+ রানের ইনিংস ছিল বিরাটের।
আর এই পরিসংখ্যানেই ছুঁয়ে ফেললেন নতুন মাইলফলক। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসাবে ৫০ টি ৫০+ রানের ইনিংস খেললেন বিরাট। তবে দেশি-বিদেশি খেলোয়াড় মিলিয়ে তিনি দ্বিতীয় ক্রিকেটার হিসাবে এই মাইলফলক ছুঁলেন।
বিরাটের আগে এই রেকর্ড এর একমাত্র অধিকারী ছিলেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। বর্তমানে তিনি ৬০ টি ৫০ রানের বেশি রানের ইনিংসের অধিকারী। প্রসঙ্গত আরও এক ভারতীয় ক্রিকেটার এই মাইলফলক ছুঁতে পারেন শীঘ্রই। তিনি শিখর ধাওয়ান। বর্তমানে তিনি ৪৯ টি ৫০+ রানের ইনিংসের অধিকারী।
সব মিলিয়ে আইপিএল ২০২৩ এর শুরুটা বেশ ভাল ভাবেই শুরু হল বিরাট কোহলির।