ভাইরাল! চেন্নাই সুপার কিংসকে জেতানোর জন্য ঈশ্বরের কাছে প্রার্থনায় মগ্ন ধোনি-কন্যা জিভা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সোমবার আইপিএল ২০২১ এর লিগ টপার চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালসের মধ্যে খেলা হয়েছে। আর সেই ম্যাচে চেন্নাই জিতলে শীর্ষস্থান নিশ্চিত ছিল। তবে দিল্লি ক্যাপিটালস দারুণ মানসিকতা দেখিয়ে দুই বল বাকি থাকতে তিন উইকেটে ম্যাচ জিতে নেয়।
কিন্তু এই ম্যাচে নজর কাড়ে স্ট্যান্ডে জিভা ধোনির আচরণ। চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ছোট্ট মেয়ে জিভাকে বেশ কয়েকবার দেখা যায়, ইয়েলো আর্মির জন্য নিজের গলা ফাটাতে। কিন্তু এই ম্যাচে যখন সিএসকে ক্রমশ ম্যাচ হারতে বসেছে, তখন গ্যালারিতে বসে করহাত জোড়ে ঈশ্বরকে ডাকছিল জিভা, যাতে তার বাবার দল জিতে যায়।
আর এই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। জিভা যখন প্রার্থনা করছিলেন, পাশে মা সাক্ষী ধোনি দেখছিলেন শুধু। যখন এই ঘটনা ঘটেছে, তখন ১৩৭ রান তাড়া করতে গিয়ে দিল্লি ১৭ ওভারে ১০৯/৬ স্কোরে ছিল।
আর এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্টের ছড়াছড়ি। পাঁচ বছরের ছোট্ট জিভা যেভাবে তার মায়ের কোলে বসে ঠাকুরকে ডাকছিলেন, সেই কিউট ছবি দেখে আর থাকতে পারছিল না নেটিজেনরা।
দেখে নেওয়া যাক সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের প্রতিক্রিয়া -