ভিডিও : সামনে বসে স্বয়ং শচীন তেন্ডুলকর! দেখেই সব স্টাইল উড়ে গেল ইশান কিশানের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ভারতীয় ক্রিকেটে অনেকের তরফ থেকেই শচীন তেন্ডুলকরকে ঈশ্বরের তকমা দেওয়া হয়। কিংবদন্তি এই ক্রিকেটারকে দেখে আজকের দিনের তারকারা উঠে এসেছেন। এবং সামনে যখন এমন উচ্চতার এক ব্যক্তিত্ব থাকেন, তখন তরুণ ক্রিকেটাররাও তটস্থ হয়ে থাকেন, যেমনটা হয়েছেন ইশান কিশানও।
সদ্য একটি ভিডিও প্রকাশ করে মুম্বই ইন্ডিয়ান্স। ২০২১ আইপিএলের দ্বিতীয় লেগের ড্রেসিংরুমের একটি মুহুর্ত শেয়ার করে এই ফ্র্যাঞ্চাইজি। যেখানে কানে এয়ারপড ও চোখে সানগ্লাস পড়ে ড্রেসিংরুমে ঢোকেন কিশান, আর তখনই দেখতে পান, সামনে বসে রয়েছেন শচীন তেন্ডুলকর।
আর শচীনকে দেখে সঙ্গে সঙ্গে চশমা খুলে, এয়ারপড খুলে, চুল ঠিক করে নিয়ে বলে ওঠেন, "আফটারনুন স্যার।" আর এই দৃশ্য দেখে হাসতে থাকেন দলের সিনিয়র খেলোয়াড় কাইরন পোলার্ড। এই ভিডিওটির ক্যাপশন দেওয়া হয়, "যখন গ্রুপের সব থেকে অশান্ত ছেলে সিনিয়রকে দেখে নেন।"
দেখুন সেই ভিডিওটি -