এবার আইপিএল জিততেই হবে! KKR-কে খেতাব জেতাতে মরিয়া ভেঙ্কটেশ আইয়ার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গত আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে দারুণভাবে ফুটে উঠেছিলেন অলরাউন্ডার ভেঙ্কটেশ আইয়ার। মধ্যপ্রদেশের এই ক্রিকেটার ওপেনিংয়ে ঝড় তুলেছিলেন, এবং কার্যকরী বোলিংও করেছিলেন। যার ফলে সুযোগ পেয়েছিলেন ভারতীয় দলেও।
আর এই দুর্দান্ত সাফল্যের পরে আসন্ন আইপিএলের জন্য কেকেআর রিটেইন করেছে ভেঙ্কটেশকে। এই বিষয়ে এক সর্বভারতীয় মিডিয়ার সাথে সাক্ষাৎকারে আইয়ার বলেছেন, "খুব ভালো লাগছে রিটেইন্ড হতে পেরে। আমি খুব খুশি। আমি কেকেআরের কাছে কৃতজ্ঞ আমার প্রতি আস্থা রাখার জন্য। আমি খুবই খুশি যে আমায় রিটেইন করা হয়েছে।"
"যে একমাত্র বিষয়টি আমায় মাথায় ঘুরছে তা হল কি করে কেকেআরকে খেতাব জেতাতে পারি। আমি চাই কেকেআর এবারে ট্রফি জিতুক। শ্রেয়াস আর আমি ড্রেসিংরুমে ও অনুশীলন সেশনে থাকাকালীন বারবার বলি, "ইয়ার…এবার আইপিএল জিততেই হবে।"
ভারতীয় দলে অভিষেক করা নিয়ে এই বাঁ হাতি ব্যাটার বলেছেন, "অনেক কিছু শিক্ষা নিয়ে এসেছি আমি। আমি মিডল অর্ডারে একটি নতুন ভূমিকা পেয়েছি এবং বিশ্বাস করুন আমি উপভোগ করেছি। এর থেকেও বড় কথা, আমি দলের হয়ে ফিল্ডিং ও বোলিং করতে গিয়ে উপভোগ করেছি।"
"যদিও আমি বেশি ওভার বল করিনি, যাই ওভার আমি বল করি না কেন, আমি উপভোগ করেছি। আমি এমন একজন যে সব সময় তৈরি চ্যালেঞ্জের জন্য। আর সুযোগ এলে, আমি দুই হাত ভরে তা গ্রহণ করি। এখনও অবধি এটি দারুণ একটি সফর গিয়েছে। আমি বিরাট ভাই ও রোহিত ভাই এবং সকল সিনিয়রদের থেকে অনেক কিছু শিখেছি।"
ইতিমধ্যেই ভারতীয় দলে ছয় নম্বর পজিশনে হার্দিক পান্ডিয়ার প্রতিস্থাপন হিসেবে ভেঙ্কটেশ আইয়ারকে তৈরি করছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। এই পজিশনে ব্যাট করা নিয়ে আইয়ার বলেছেন, "হ্যাঁ অবশ্যই, আমি যে কোনও পজিশন ও পরিস্থিতির জন্য তৈরি। পেশাদার ক্রিকেটার হিসেবে, আমি সব সময় বুঝে এসেছি যে আমায় নমনীয় হতে হবে।"
"আমাদের বুঝতে হবে যে আমরা এমন একটি দলে আসছি যেখানে হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা থাকে, আর তা প্রতিটা ভূমিকা ও প্রতিটা খেলোয়াড়ের জন্য। শুধু অল্প কয়েকটা খেলোয়াড় নয়, একশোর বেশি খেলোয়াড় আপনার জায়গায় আসতে অপেক্ষা করছে।"