জগার জুতো পড়েই জম্মুর মাঠে গতিময়তার শুরু, আজ আইপিএলে চমক উমরানের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : মাত্র দুটি ম্যাচই খেলার সুযোগ পেয়েছেন তরুণ পেসার উমরান মালিক। কিন্তু ইতিমধ্যেই সকলের নজর কেড়েছেন এই ভারতীয় ক্রিকেটার। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ম্যাচে ১৫৩ কিমি স্পিডে বল করেন উমরান, আর এর জেরে চলতি আইপিএলের দ্রুততম বল করেন জম্মু ও কাশ্মীরের এই ক্রিকেটার।
এই পরিস্থিতিতে উমরান এই অসাধারণ সাফল্যের কাহিনী শেয়ার করলেন সকলের সাথে। ম্যাচের পর ভুবনেশ্বর কুমারের সাথে একান্ত সাক্ষাতকারে উমরান নিজের পুরোনো সময়ের ঘটনা।
উমরান বলেন, "অনেক আগে থেকেই আমি দ্রুত বোলিং করতাম। যখন আমি কসকো বল দিয়ে খেলা শুরু করি, তখন থেকেই আমি জোরে বল করতাম। আমরা এক ওভারের ম্যাচ খেলতাম আর আমি দ্রুত ইয়র্কার দেওয়ার চেষ্টা করতাম।"
"২০১৮ সালে, অনুর্ধ্ব ১৯ ট্রায়ালে আমি যখন বোলিং করছিলাম, তখন নির্বাচকরা আমায় দেখে। আমি জগার জুতো পড়ে বোলিং করছিলাম। তারপর আমার বন্ধু আমায় স্পাইক জুতো দেয় এবং আমি অনুর্ধ্ব ১৯ দলে সুযোগ পাই। তারপর আমি অনুর্ধ্ব ২৩ দলে সুযোগ পাই। ২০১৮ সালে, আমি নিয়মিত অনুশীলন করছিলাম। অনুর্ধ্ব ২৩ এর পর, আমি বিজয় হাজারে ও রঞ্জি ট্রফি খেলি।"
এরপর উমরান তার সাফল্যের জন্য ইরফান পাঠানকে কৃতিত্ব দেন। তিনি বলেন, "আমি সানরাইজার্স হায়দ্রাবাদ দলের কাছে কৃতজ্ঞ আমায় সুযোগ দেওয়ার জন্য। ইরফান পাঠান আসেন এবং আমায় জানান কোথায় আমি আরো ভালো করতে পারব। আমি ভয়ে ভয়ে ছিলাম যখন আমায় ওয়ার্নার ও উইলিয়ামসনকে নেটে বল করতে হত। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলাম যাতে আমি ভালো বল করি। আমি শেখার চেষ্টা করেছি এবং এটি আমায় সাহায্য করেছে।"