IPL 2022 : পরের ম্যাচেই বিরাট কোহলিকে আউট করার চ্যালেঞ্জ উমরান মালিকের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চলতি আইপিএলের অন্যতম আলোচনার বিষয় হয়ে উঠেছেন উমরান মালিক। জম্মু ও কাশ্মীরের এই তরুণ পেসার নিজের দুর্ধর্ষ গতিতে সকলকে মুগ্ধ করে দিচ্ছেন। চলতি আইপিএলে ছয় ম্যাচে দশ উইকেট নিয়েছেন সানরাইজার্স হায়দ্রাবাদের এই তারকা।
এবার তিনি সরাসরি বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা বিরাট কোহলিকে আউট করার চ্যালেঞ্জ নিলেন। এক সাক্ষাৎকারে উমরান মালিককে জিজ্ঞেস করা হয়েছিল টুর্নামেন্টে কাদের বিরুদ্ধে বল করতে চান উমরান, তার জবাবে কে এল রাহুল ও বিরাট কোহলির নাম নেন উমরান।
সাক্ষাৎকারে উমরান বলেন, "কে এল রাহুলকে আউট করতে চেয়েছিলাম। আমাদের গত ম্যাচে (লখনউ বনাম হায়দ্রাবাদ) সেটির চেষ্টা করেছিলাম। আমাদের পরের ম্যাচ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে এবং আমার লক্ষ্য থাকবে কোহলি ভাইকে আউট করার। আমি এই দুই খেলোয়াড়ের বড় ভক্ত। আমি কেবল নিজের শতভাগ দিতে পারি, বাকিটা ওপরওয়ালার হাতে।"
গত আইপিএলে উমরান মালিকের প্রশংসা করেন তৎকালীন ভারত অধিনায়ক বিরাট কোহলি। তিনি বলেছিলেন, "যখন আপনি এই ধরণের প্রতিভাকে দেখবেন, আপনার চোখ ওনার দিকেই থাকবে এবং খেয়াল রাখবেন যে নিজের ক্ষমতার সর্বোচ্চ প্রয়োগ সে করে।"