রিপোর্ট : আইপিএল ২০২২ এ দুর্দান্ত পারফর্মেন্সের জন্য জাতীয় দলে সুযোগ পেতে চলেছেন উমরান মালিক

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চলতি আইপিএলে গতির ঝড় তুলেছেন উমরান মালিক। জম্মু ও কাশ্মীরের এই তরুণ পেসার প্রতি ম্যাচেই ১৫০ কিমি এর বেশি পেসে বল করে চলেছেন। রান বেশি দিলেও সঠিক সময়ে উইকেট তুলে নিচ্ছেন উমরান।
এবার এই দুর্দান্ত পারফর্মেন্সের পুরষ্কার পেতে চলেছেন ২২ বছরের উমরান। একাধিক রিপোর্ট অনুযায়ী, আগামী জুন মাসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি২০ আন্তর্জাতিক সিরিজে টিম ইন্ডিয়ার দলে সু্যোগ পেতে পারেন উমরান মালিক।
চলতি আইপিএলে ছয় ম্যাচে নয় উইকেট নিয়েছেন উমরান। বিশেষ করে, পাঞ্জাব কিংসের বিরুদ্ধে শেষ ম্যাচে অন্তিম ওভারে মেডেন সহ তিন উইকেট তুলে নেন উমরান, আর একটি উইকেট আসে রান আউটের আকারে।