ভিডিও : কলকাতা নাইট রাইডার্সের তরুণ বোলারদের হাতে ধরে প্রশিক্ষণ দিচ্ছেন উমেশ যাদব

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : কলকাতা নাইট রাইডার্সের তারকা পেসার উমেশ যাদব সাম্প্রতিক কালে অফ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন। তবে উমেশের অভিজ্ঞতা নিয়ে কোনও প্রশ্ন উঠবেই না। আর নিজের অভিজ্ঞতা তরুণদের উদ্দেশ্যে ছড়িয়ে দেওয়ার উদ্যোগও নিয়েছেন উমেশ।
বৃহস্পতিবার কলকাতা নাইট রাইডার্সের তরফ থেকে নিজেদের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করা হয়। সেখানে দেখা যায়, অনুশীলনের সময়ে ৩৪ বছরের অভিজ্ঞ পেসার দলের অন্যান্য তরুণ বোলারদের উপদেশ দিচ্ছিলেন।
সেখানে তরুণ পেসারদের উদ্দেশ্যে উমেশকে বলতে শোনা যায়, "যদি তুমি বলটা এভাবে কর (ভালো গ্রিপের সাথে), এতে তোমার হাতে ভালো নিয়ন্ত্রণ আসে। এতে অনেক ভালো লাইন ও ভারসাম্য আসবে যখন বলটা ছাড়া হবে। হাতের পজিশন একেবারে সোজা রয়েছে, তাই না? আঙুলগুলি সোজা থাকে যখন তুমি এভাবে বল ছাড়ো। যদি আরও উঁচু থেকে বল ছাড়ো, তোমার ডেলিভারি নিয়ন্ত্রণ করার সময় থাকবে।"
এরপর উমেশ আরও বলেন, "চেষ্টা করবে আঙুলের ডগায় গ্রিপ করার। তোমরা দেখতে পারছ আঙুলের অংশটা? এতে ডেলিভারির সময় ভালো নিয়ন্ত্রণ প্রদান করে। চেষ্টা করো ডগা দিয়ে ধরার। ধীরে ধীরে তোমার পছন্দমত বলটি রিলিজ হবে। এটা স্বাভাবিক ক্ষেত্রে হয় না, কিন্তু আমারটা তাই।"