দলে অনবরত পরিবর্তন নিয়ে বড় বয়ান ম্যাককালামের, রাজস্থানের বিরুদ্ধে জয়ে এই তারকাদের দিলেন কৃতিত্ব

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : পাঁচটি ম্যাচ টানা হারের পর যখন মনে হচ্ছিল আশা শেষ, তখনই নিজেদের স্বভাবোচিত ছন্দে ফিরল কলকাতা নাইট রাইডার্স। সোমবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে সাত উইকেটের বড় জয় হাসিল করে প্লে-অফসে যাওয়ার আশা জিইয়ে রাখল কেকেআর।
আর এই জয়ে খুবই খুশি হেড কোচ ব্রেন্ডন ম্যাককালাম। তিনি খেলোয়াড়দের প্রশংসা করে জানিয়েছেন পাঁচ ম্যাচ হারার পর যে চরিত্র তারা দেখিয়েছে, তা সত্যিই দারুণ।
ম্যাচের পর ম্যাককালাম বলেছেন, "টানা পাঁচ ম্যাচ হেরে ফিরে আসাটা সহজ কাজ নয়। আমায় দলের সব ছেলেদের কৃতিত্ব দিতে হবে। আমি জানি দলের ছেলেদের সাথে এটি আমার প্রথম বছর, কিন্তু ছেলেরা একত্র থেকেছে এবং আমরা সহজেই দুই-তিন ম্যাচে জেতার দিকে থাকতাম। সহজ নয় আশা রাখাটা, কিন্তু ছেলেরা তা রাখতে সক্ষম হয়েছে এবং কিছু খেলোয়াড়দের তরফ থেকে এই পারফর্মেন্সটা দুর্দান্ত ছিল, যারা নিজেরাই খুব ভালো বন্ধু।"
এদিকে ম্যাককালাম প্রশংসা করেন নীতিশ রানা ও রিঙ্কু সিংয়ের। তিনি বলেছেন, "রানা ও রিঙ্কু সিং, ওরা এই পারফর্মেন্স থেকে আরও অনেক বেড়ে উঠবে। আমাদের কিছু খেলোয়াড় দেরিতে এসেছিল, কিছু চোট-আঘাত ছিল, কিছু খেলোয়াড়রা ফর্ম ও আত্মবিশ্বাসও হারিয়েছিল।"
দলে এই অনবরত পরিবর্তনকে ডিফেন্ড করে ম্যাককালাম বললেন, "অনেক কারণ রয়েছে আমাদের এই এতগুলি পরিবর্তন করার জন্য। এদিন, অনুকূল রায় দলে এসেছে কারণ উইকেটের প্রকৃতি এমন ছিল যেখানে আমাদের ভারসাম্যকে বজায় রাখতে হত এবং আমরা পাঁচ বোলার চাইছিলাম। এই উইকেটে মাভির রেকর্ড খুব ভালো। আমারও পছন্দ নয় এভাবে পরিবর্তন করা, কিন্তু কখনও কখনও আপনাকে এমন সিদ্ধান্ত নিতে হয় যেখানে আপনাকে সঠিক হতে হয়।"
শেষে অনুকূল রায়কে নিয়ে ম্যাককালাম বলেন, "ও অসাধারণ, এমন একজন খেলোয়াড় যে আইপিএল ক্রিকেটে দীর্ঘ সময় ধরে ছিল কিন্তু সুযোগ পায়নি। রিঙ্কুর মত, ও নিজেকে সুন্দর ভাবে সামলায় এবং দলে ভূমিকা রাখে, যদিও ও মাঠে খেলে না। দেখতে ভালো লেগেছে ও এমন সুযোগ পেয়েছে এবং আমার মনে হয় ওর সামনে সুন্দর ভবিষ্যৎ রয়েছে।"