কলকাতা নাইট রাইডার্সের ম্যাচের টিকিট নিয়ে হাহাকার সমর্থক মহলে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আর তিন দিন বাদে আইপিএল। দুই বছর পর আবারও হোম-অ্যাওয়ে ভিত্তিতে খেলা হবে আইপিএলে। আর সেই নিয়ে উন্মাদনা চরমে সমর্থকদের মধ্যে।
দুই বছর পর আবারও কলকাতায় আইপিএল খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্স। আর তার আগে টিকিট নিয়ে হাহাকার তৈরি হয়েছে। ৬ এপ্রিল ইডেনে প্রথম ম্যাচ খেলতে নামছে কেকেআর, সামনে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
আর এই হাইপ্রোফাইল ম্যাচের টিকিট নিমেষের মধ্যে উধাও। সর্বনিম্ন ৭৫০ টাকার টিকিট শেষ। এদিকে ১০০০-৮০০০ টাকার টিকিট থাকলেও সেগুলি কেনা যাচ্ছিল না।
তবে শুধু আরসিবি ম্যাচ নয়, আরও একটি ম্যাচ নিয়ে হাহাকার রয়েছে কলকাতার সমর্থকদের। সেটি হল আগামী ২৩ এপ্রিল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচটি। শেষবার হয়ত ইডেন গার্ডেন্সে খেলতে নামবেন মহেন্দ্র সিং ধোনি। আর এই ম্যাচের ২৬ দিন আগে শেষ ম্যাচের টিকিট।
এছাড়া বাকি ম্যাচগুলিরও টিকিট দ্রুতগতিতে শেষ হতে চলেছে। অনলাইন বুকিং অ্যাপ বুক মাই শোয়ে টিকিট কিনতে ভিড় করেছে সমর্থকরা।