কলকাতা নাইট রাইডার্সের এই তারকা চমকে দিচ্ছেন রঞ্জিতে, করে ফেললেন শতরানের হ্যাটট্রিক

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এরকম অনেক উদাহরণ রয়েছে, যেখানে কোনও বোলার পরপর তিন উইকেট নিয়ে হ্যাটট্রিক করে থাকেন। তবে পরপর তিন ম্যাচে তিন শতরান - অত্যন্ত কঠিন কাজ এটি। আর এই কঠিন কাজকে সহজ করে তুলেছেন তামিলনাড়ুর ব্যাটার বাবা ইন্দ্রজিৎ।
আর এটি নিঃসন্দেহে কলকাতা নাইট রাইডার্সের জন্য সুখবর, কারণ এবারের আইপিএল নিলামে ইন্দ্রজিতকে কিনেছে কেকেআর। ২৭ বছর বয়সী এই প্রতিভাবান ব্যাটার ঝাড়খন্ডের বিরুদ্ধে ১০০ রানের দুরন্ত ইনিংস খেলেন। এর আগে দিল্লির বিরুদ্ধে ১৪৯ বলে ১১৭ রান এবং ছত্তিশগড়ের বিরুদ্ধে ১৪১ বলে ১২৭ রান করেছিলেন ইন্দ্রজিৎ।
তবে এই পারফর্মেন্স নতুন নয় ইন্দ্রজিতের। ২০১৬ সাল থেকে ধারাবাহিকতা দেখিয়ে চলেছেন তিনি। ২০১৬ সাল থেকে অন্তত ২৫টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলা ভারতীয় খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ রান রয়েছে ইন্দ্রজিতের। ৬৬.১০ গড়ে ২৫১২ রান করেছেন ইন্দ্রজিৎ। এই একই নিয়মে, গোটা বিশ্বের দিকে তাকালে, পঞ্চম সর্বোচ্চ রান রয়েছে ইন্দ্রজিতের।
ফলে বোঝা যাচ্ছে, ঠিক কি কারণে বাবা ইন্দ্রজিতকে কিনতে আগ্রহী ছিল কেকেআর! আর কেবল বেস প্রাইসে এই তামিল ব্যাটারকে তুলে নিয়ে দারুণ চাল চেলেছে নাইটরা, তা বলাই যায়।