অফ সিজনে বিদেশে খেলতে আইপিএল দলগুলিকে অনুমতি দিক বিসিসিআই, বার্তা এই ফ্র্যাঞ্চাইজি কর্তার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আইপিএলের জনপ্রিয়তা ও আর্থিক মূল্য ইতিমধ্যেই আকাশছোঁয়া। সম্প্রতি দুই নয়া ফ্র্যাঞ্চাইজির জন্য ১২ হাজার কোটি টাকার বেশি অর্থ তুলেছে বিসিসিআই। তবে আইপিএলের জনপ্রিয়তা তুলনামূলকভাবে অ-ক্রিকেটীয় দেশগুলিতে ছড়িয়ে দেওয়ার জন্য এই বিশেষ পরামর্শ দিলেন পাঞ্জাব কিংসের সহ কর্নধার নেস ওয়াদিয়া।
তিনি জানিয়েছেন, এখন সময় এসেছে বিসিসিআইয়ের কাছে যাতে তারা আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের অনুমতি দেয় অফ সিজনে বিদেশের মাটিতে খেলার জন্য। এর ফলে আইপিএলের জনপ্রিয়তা আরও বাড়বে।
এই নিয়ে এক সাক্ষাৎকারে নেস ওয়াদিয়া বলেছেন, "বিসিসিআইয়ের বিবেচনা করা উচিত এমন কিছু জায়গায় অফ সিজন ম্যাচ আয়োজন করার যেখানে ভারতীয় জনগোষ্ঠী বশি থাকবে। এতে আইপিএল আরও বাড়বে। খেলোয়াড়দের উপস্থিতি বিবেচনা করে অফ সিজনে তিন থেকে পাঁচটি ম্যাচ আয়োজন করা যেতে পারে।"
"ধরে নেওয়া যাক, সেরা চারটি ফ্র্যাঞ্চাইজিকে অনুমতি দেওয়া হল প্রতি বছর মায়ামি, টরোন্টো বা সিঙ্গাপুরে কয়েকটি ম্যাচ খেলার। এতে আগে থেকেই শক্তিশালী এক টুর্নামেন্টকে আরও শক্তিধর করে তোলা যাবে।"