বেটিংয়ের সংযোগ রয়েছে এই আইপিএল ফ্র্যাঞ্চাইজির, তদন্তের নির্দেশ বিসিসিআইয়ের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ইতিমধ্যেই আইপিএল ২০২২ এর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এর মাঝে বেটিংয়ের কালো ছায়া এসে হাজির হল। এর আগে একবার ম্যাচ ফিক্সিংয়ের জেরে চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস ফ্র্যাঞ্চাইজিকে নির্বাসনে পাঠানো হয়েছিল, এবার কার্যত একই অবস্থা এসে হাজির হল এবারেও।
আইপিএল ২০২২ এর নয়া ফ্র্যাঞ্চাইজি আহমেদাবাদের কর্ণধার সংস্থা সিভিসি ক্যাপিটালের সাথে একাধিক বিদেশী বেটিং কোম্পানির সাথে সম্পর্ক রয়েছে। আর এই নিয়ে ললিত মোদি সহ অনেকে অভিযোগ এনেছে। এবার এই নিয়ে নড়েচড়ে বসল বিসিসিআই।
কলকাতায় ৯০তম বার্ষিক সাধারণ সভার পর বিসিসিআই সচিব জয় শাহ জানিয়েছেন, এই বিষয়টির তদন্তে একটি নিরপেক্ষ প্যানেল বসানো হবে, যারা সিভিসি ক্যাপিটালের মালিকানা প্যাটার্ন নিয়ে তদন্ত করবে। এই নিয়ে জয় শাহ বলেছেন, "আমরা একটি কমিটি গঠন করেছি যারা এই বিষয়টি তদন্ত করবে।"
অভিযোগ যদি সত্য প্রমাণিত হয়, এবং সিভিসি ক্যাপিটালের সাথে বেটিংয়ের সংযোগ থাকে, তাহলে আইপিএলে নামা আহমেদাবাদের পক্ষে বেশ কঠিন হবে।
সদ্য নিলামে ৫৬২৫ কোটি টাকা দিয়ে আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজির স্বত্ত্ব কিনেছে সিভিসি ক্যাপিটালস। আদানি গ্রুপকে টপকে এই ফ্র্যাঞ্চাইজির স্বত্ত্ব জিতেছে তারা।