করোনার জেরে সরল আইপিএল ২০২২ এর এই ম্যাচ! আক্রান্ত এই ফ্র্যাঞ্চাইজির পাঁচ সদস্য

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চলতি আইপিএল ২০২২ মরশুমে ইতিমধ্যেই করোনার হানা দেখা দিয়েছে। দিল্লি ক্যাপিটালস শিবিরে পাঁচজন সদস্য করোনায় সংক্রমিত হয়েছেন। এর জেরে বদল এল চলতি আইপিএলের সূচিতে।
আগামী বুধবার অর্থাৎ ২০ এপ্রিল পুনেতে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামার কথা দিল্লি ক্যাপিটালসের। কিন্তু করোনা সংক্রমণের জেরে গোটা দিল্লি দলকে মুম্বইতে আইসোলেশনে রাখা হয়েছে। এই কারণে এবার এই ম্যাচটিকে পুনে থেকে মুম্বইতে সরানো হয়েছে।
বিসিসিআই মঙ্গলবার জানিয়েছে, দিল্লি ও পাঞ্জাবের মধ্যেকার ম্যাচটি আয়োজিত হবে মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে।
এদিকে দিল্লি ক্যাপিটালসের যে পাঁচ সদস্য করোনায় সংক্রমিত হয়েছেন, তারা হলেন, প্যাট্রিক ফারহার্ট (ফিজিও), চেতন কুমার (স্পোর্টস ম্যাসাজ বিশেষজ্ঞ), মিচেল মার্শ (খেলোয়াড়), ডঃ অভিজিত সালভি (টিম ডাক্তার) এবং আকাশ মানে (সোশ্যাল মিডিয়া কনটেন্ট টিম সদস্য)। আক্রান্তদের আইসোলেশন ও চিকিতসাধীন অবস্থায় রাখা হয়েছে। নেগেটিভ আসার পরেই তারা দলের জৈব বলয়ে ফিরতে পারবেন।