ভারতের হয়ে দুটি বিশ্বকাপ খেলেছেন, জিতেছেন পার্পল ক্যাপও - এখন আইপিএলে নেট বোলার এই তারকা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ক্রিকেট খেলা বড়ই অদ্ভুত! এই খেলাই আপনাকে উচ্চস্তরে নিয়ে যাবে, আবার কিছু মুহুর্তের মধ্যেই আপনাকে মাটিতে নামিয়ে আনবে। ধারাবাহিকতা ও পরিশ্রমের ঘাটতি থাকলে কত দ্রুত সাফল্যের সিড়ি থেকে ব্যর্থতার ময়দানে নেমে আসা যায়, এর উদাহরণ অসংখ্য।
আর এই উদাহরণে নতুন নাম মোহিত শর্মা। ২০১৪ সালে টি২০ বিশ্বকাপ ও ২০১৫ সালে ৫০ ওভারের বিশ্বকাপ খেলা এই ভারতীয় পেসার আজ নেট বোলার হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন। ২০১৪ সালে চেন্নাই সুপার কিংসের হয়ে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হওয়ার জেরে পার্পল ক্যাপ জিতেছিলেন। কিন্তু এখন আইপিএলে দল না পাওয়ায় নেট বোলারের দায়িত্ব সামলাচ্ছেন ৩৩ বছরের এই পেসার।
আইপিএলের নয়া ফ্র্যাঞ্চাইজি গুজরাট টাইটান্সের নেট বোলার হিসেবে সুযোগ পেয়েছেন মোহিত শর্মা। সদ্য বেঙ্গালুরুতে আয়োজিত আইপিএল মেগা নিলামে কোনও ক্রেতা পাননি মোহিত, যার ফলে এই দায়িত্ব পেয়েছেন।
আইপিএলে ৮৬টি ম্যাচ খেলে ৯৪টি উইকেট নিয়েছেন মোহিত। চেন্নাই সুপার কিংসে থাকাকালীন মহেন্দ্র সিং ধোনির অত্যন্ত পছন্দের ও ভরসাযোগ্য বোলার ছিলেন এই মিডিয়াম পেসার। কিন্তু তারপর পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের হয়ে খেললেও সেই ধারাবাহিকতা দেখাতে পারেননি। এরপর চেন্নাই সুপার কিংসে ফিরে এলেও মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পান মোহিত।