ভিডিও : বড় লোকসান কেকেআর এর! দলের এই প্রাক্তন বোলার আগুন ঝরাচ্ছেন রঞ্জিতে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আইপিএল ২০২২ এর আগে বল হাতে আগুন ঝরাচ্ছেন তারকা পেসার প্রসিধ কৃষ্ণা। রঞ্জি ট্রফিতে জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে গ্রুপ ম্যাচে দুর্দান্ত বোলিং করেন কৃষ্ণা, নেন ছয়টি উইকেট। আর এর জেরে মাত্র ৯৩ রানে অল আউট হয় জম্মু ও কাশ্মীর।
মোট ১২ ওভার বল করেন ২৬ বছরের প্রসিধ, আর তার মধ্যেই তুলে নেন প্রতিপক্ষের ছয়জন ব্যাটারকে। শেষ অবধি তার বোলিং ফিগার দাঁড়ায় এরকম, ১২-১-৩৫-৬। আর এর জেরে ১০০ এর নীচে গুটিয়ে যায় জম্মু ও কাশ্মীর।
কর্ণাটক ছাড়াও জাতীয় দলের হয়ে দারুণ পারফর্ম করছেন প্রসিধ। সদ্য ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজে তিন ম্যাচে ৯ উইকেট নেন তিনি।
আর এর জেরে প্রসিধকে হাতছাড়া করে খুব ভুগছে কলকাতা নাইট রাইডার্স। সদ্য আইপিএল নিলামে রাজস্থান রয়্যালস ১০ কোটি টাকা দিয়ে তুলে নিয়েছে।