গম্ভীর-ফ্লাওয়ারের পর এই প্রাক্তন ভারতীয় ক্রিকেটারকে সহকারী কোচ হিসেবে নিযুক্ত করল লখনউ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আসন্ন আইপিএল ২০২২ এর জন্য নিজেদের সাপোর্ট স্টাফদের গুছিয়ে নিচ্ছে লখনউ ফ্র্যাঞ্চাইজি। বুধবার সহকারী কোচ হিসেবে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বিজয় দাহিয়াকে নিযুক্ত করল লখনউ।
দুই বারের আইপিএল জয়ী ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের সহকারী কোচের দায়িত্ব পালন করেছেন হরিয়ানার এই প্রাক্তন ক্রিকেটার। ৪৮ বছর বয়সী এই তারকা বর্তমানে উত্তর প্রদেশ রাজ্য দলের হেড কোচ। এছাড়া দিল্লি রঞ্জি দলের কোচ থাকাকালীন দিল্লি ক্যাপিটালসের ট্যালেন্ট স্কাউট হিসেবে দায়িত্ব পালন করেছেন।
একটি বিবৃতিতে বিজয় দাহিয়া বলেছেন, "আমি খুশি এবং কৃতজ্ঞ লখনউ ফ্র্যাঞ্চাইজির সাথে কাজ করার সুযোগ পেয়ে।" ভারতের হয়ে দুটি টেস্ট ও ১৯টি ওয়ানডে আন্তর্জাতিক খেলেছেন দাহিয়া। ইতিমধ্যে লখনউ ফ্র্যাঞ্চাইজি হেড কোচ হিসেবে অ্যান্ডি ফ্লাওয়ার ও মেন্টর হিসেবে গৌতম গম্ভীরকে নিযুক্ত করেছে ফ্র্যাঞ্চাইজি।