কে হবেন কেকেআরের অধিনায়ক? উঠে আসছে এই দুটি নাম!

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: আইপিএল এখনও শুরু হয়নি, তার আগেই দুঃসংবাদ এসেছে কেকেআর শিবিরে। পিঠে চোটের কারণে আইপিএল থেকে প্রায় ছিটকে গিয়েছেন শ্রেয়াস আইয়ার। সুতরাং নাইট রাইডার্সের অধিনায়ক কে হবেন তা নিয়ে ইতিমধ্যেই জল্পনার সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে চোটপ্রাপ্ত শ্রেয়াস আইয়ারের জায়গায় কলকাতা নাইট রাইডার্সের নেতৃত্ব দেওয়ার জন্য নাম উঠে আসছে শার্দুল ঠাকুর ও সুনীল নারিনের।
সূত্রের খবর, কেকেআর ম্যানেজমেন্ট আগামী কয়েক দিনের মধ্যে নতুন অধিনায়কত্বের বিষয়ে সিদ্ধান্ত নেবেন। কারণ নতুন কেকেআর অধিনায়ককে ৩০ মার্চ আহমেদাবাদে আইপিএল ২০২৩-এর প্রাক-টুর্নামেন্ট অধিনায়কের ব্রিফিংয়ে অংশ নিতে হবে।
টিওআই-এর একটি প্রতিবেদন অনুসারে, কেকেআরের মালিক তথা বলিউড সুপারস্টার শাহরুখ খান এবং একজন জনপ্রিয় বিদেশী পপস্টারের উপস্থিতিতে মুম্বইতে একটি ইভেন্টে কেকেআরের নতুন অধিনায়কের ঘোষণা করে দেওয়া হবে।
শার্দুলই নাইট রাইডার্সের নেতৃত্ব দেওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন বলে খবর। আইপিএল ২০২৩ নিলামের আগে মুম্বই অলরাউন্ডার আমান খানের সাথে তাঁকে নেওয়ার জন্য ভাবা হচ্ছিল। শেষ পর্যন্ত শার্দুলকে ১০.৭৫ কোটি টাকায় নিজেদের দলে নেয় নাইটরা।
তবে সুনীল নারিনও কেকেআরের অধিনায়কত্বের দায়িত্বে আসতে পারেন। ক্যারিবিয়ান এই স্পিনারের ঠাণ্ডা মাথার সঙ্গে রয়েছে প্রচুর অভিজ্ঞতা। তিনি কেকেআর ফ্র্যাঞ্চাইজির জন্য সর্বোচ্চ উইকেট শিকারীও। সুনীল ২০১২ এবং ২০১৪ সালে নাইটদের আইপিএল শিরোপা জয়ের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
কেকেআরের নেতৃত্ব দেওয়ার জন্য আন্দ্রে রাসেল, নীতীশ রানা এবং টিম সাউদির নামও ভাবা হয়েছিল। তবে সর্বশেষ শার্দুল ঠাকুরকে কেকেআরের অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হতে পারে বলেই খবর।