ফাইনালের আগে বিদায়ের বার্তা দিলেন চেন্নাই সুপার কিংসের এই দুই গুরুত্বপূর্ণ সদস্য

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : রবিবার আইপিএল ২০২৩ ফাইনালে গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস। জল্পনা রয়েছে, এই ম্যাচের পরেই হয়ত অবসর নেবেন চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
আরও পড়ুন - বিয়ের জন্য WTC ফাইনালে অংশ নেবেন না এই ভারতীয় তারকা
কিন্তু ফাইনাল শুরু হওয়ার আগে ফ্র্যাঞ্চাইজির দুই গুরুত্বপূর্ণ সদস্য নিজেদের বিদায়ের কথা ঘোষণা করলেন। তারা হলেন তারকা ব্যাটার আম্বাতি রায়ডু ও হেড কোচ স্টিফেন ফ্লেমিং।
নিজের সোশ্যাল মিডিয়ায় রায়ডু লিখেছেন, "আমি সিদ্ধান্ত নিয়েছি যে আজকের ফাইনাল আইপিএলে আমার শেষ ম্যাচ। আমি এই টুর্নামেন্ট খেলতে পেরে গর্বিত। সকলকে ধন্যবাদ। এর অন্যথা আর হবে না।"
এদিকে চেন্নাইয়ের হেড কোচ স্টিফেন ফ্লেমিং নিজের সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, "শেষ ম্যাচটা হতে আর বেশি বাকি নেই তাই এখনই সেরা সময় সকলকে ধন্যবাদ জানানোর, যেভাবে সবাই এই দলকে সমর্থন করেছে। আমরা জানি অধিনায়কের প্রতি ভালোবাসার বিষয়টি, কিন্তু মাঠকে পুরো হলুদ রঙে রাঙতে দেখাটা অভূতপূর্ব। আজ উপভোগ করুন, দারুণ হবে।"