আইপিএলের নয়া ফ্র্যাঞ্চাইজি কিনতে আগ্রহী একাধিক বড় সংস্থা, লা লিগা-ইপিএলের সাথেও জড়িত এরা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আগেই জানানো হয়েছিল, ম্যানচেস্টার ইউনাইটেডের কর্নধার মার্কিন যুক্তরাষ্ট্রের গ্লেজার পরিবার আগ্রহ দেখিয়েছে আইপিএলের নয়া ফ্র্যাঞ্চাইজি কেনার জন্য। এবার আরও কিছু সংস্থার নাম উঠে এসেছে, যারা বিশ্বের সব থেকে বড় টি২০ ফ্র্যাঞ্চাইজি লিগের দল কিনতে আগ্রহী।
এই সংস্থাগুলির মধ্যে গ্লেজার ছাড়াও রয়েছে সিভিসি পার্টনার্স। এর আগে ফর্মুলা ওয়ান রেসিংয়ের মালিকানা ছিল সিভিসি পার্টনার্সের। সম্প্রতি স্প্যানিশ লা লিগায় তিন বিলিয়ন ডলারের লগ্নি করেছে সিভিসি, এবং এই লিগের ১০.৯৫ শতাংশ কিনে রেখেছে তারা। এছাড়া প্রিমিয়ারশিপ রাগবি, সিক্স নেশনস রাগবি ও ভলিবল ওয়ার্ল্ডেও লগ্নি করেছে তারা।
এছাড়া বিলুপ্ত আইপিএল ফ্র্যাঞ্চাইজি রাইজিং পুনে সুপারজায়ান্টসের কর্নধার আরপিএসজি কোম্পানির মালিক সঞ্জীব গোয়েঙ্কা এবার ফের একটি আইপিএল ফ্র্যাঞ্চাইজি নিতে ইচ্ছুক। এর পাশাপাশি আইএসএলে এটিকে মোহনবাগানের বড় সত্ত্বা রয়েছে সঞ্জীব গোয়েঙ্কার হাতে।
একাধিক রিপোর্ট অনুযায়ী, ১০ লক্ষ টাকা নিয়ে অন্ততপক্ষে ১৭-১৮টি সংস্থা দরপত্র তুলেছে দুই নয়া ফ্র্যাঞ্চাইজির জন্য। এর মধ্যে হাইপ্রোফাইল সংস্থাগুলি হল -
ইতিমধ্যেই আইপিএলে দুটি নয়া ফ্র্যাঞ্চাইজির জন্য টেন্ডার ডেকেছে বিসিসিআই। ২০০০ কোটি টাকা থেকে বিডিং শুরু হবে, এমনটাই আশা করা হয়েছে। টেন্ডার তোলার ক্ষেত্রে বিসিসিআই কিছু কড়া নিয়মবিধি রেখেছে। ফ্র্যাঞ্চাইজির ক্ষেত্রে বিডিংয়ে কোনও সংস্থা যদি আবেদন করতে চায়, তাহলে সেই সংস্থায় গড় টার্নওভার হতে হবে ৩০০০ কোটি টাকা, কিংবা ব্যক্তিগত মূল্য ২৫০০ কোটি টাকা হতে হবে। তবেই বিড করতে পারবে সেই সংস্থা। এবং বিডিংয়ের ক্ষেত্রে যদি কোনও বিদেশি সংস্থা আবেদন করতে চায়, তবে যদি সেই বিড তারা জেতে, তবে তাদের ভারতে নিজেদের কোম্পানি খুলতে হবে।