আইপিএল ২০২২ এর শুরুতে নাও থাকতে পারেন এই দেশের ক্রিকেটাররা, বড় সমস্যায় পড়বে কেকেআর

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আইপিএল ২০২২ শুরুর আগে বড় সমস্যার মুখে পড়ল কলকাতা নাইট রাইডার্স সহ আইপিএলের একাধিক ফ্র্যাঞ্চাইজি। আসন্ন আইপিএলের প্রথম কিছু ম্যাচে অনুপস্থিত থাকবে অস্ট্রেলিয়া জাতীয় দলের একাধিক তারকা, যার মধ্যে রয়েছেন ডেভিড ওয়ার্নার, জশ হেজলউড এবং কলকাতা নাইট রাইডার্সের দুরন্ত পেসার প্যাট কামিন্স।
যদিও বিসিসিআই এখনও অবধি আইপিএলের সূচি প্রকাশ করেনি, আশা করা হচ্ছে মার্চের শেষ সপ্তাহে লিগটা শুরু হবে। এবং আগামী ৫ এপ্রিলের আগে আসতে পারবেন না অজি ক্রিকেটাররা।
কিন্তু কেন? আসলে, পাকিস্তানে টেস্ট ও সীমিত ওভারের সিরিজ খেলতে যাবে অস্ট্রেলিয়া। যদিও বা এই সিরিজ থেকে অব্যাহতি নিয়েছে একাধিক তারকা ক্রিকেটার, কিন্তু অস্ট্রেলিয়া নির্বাচন কমিটির প্রধান জর্জ বেইলি জানিয়েছেন, সিরিজ শেষ না হওয়া অবধি আইপিএল খেলতে যেতে পারবে না কোনও কেন্দ্রীয় চুক্তিবদ্ধ ক্রিকেটার।
ফলে কামিন্স, ওয়ার্নার ও হেজলউডকে টেস্ট সিরিজ খেলে দেশে ফিরে আসতে হবে, যেহেতু তারা সীমিত ওভারের সিরিজ থেকে অব্যাহতি নিয়েছে। এদিকে মিচেল মার্শ, মার্কাস স্টোইনিস, জেসন বেহরেনডর্ফ, শন অ্যাবট ও নাথান এলিসও থাকবেন না আইপিএলের শুরুতে, যেহেতু তারা সীমিত ওভারের সিরিজগুলিতে দলের অংশ।