এই ২৬ বিদেশী তারকা খেলবেন না আইপিএলের শুরুর দিকে! KKR এর এই বিদেশীরাও রয়েছেন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আগামী ২৬ মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএল ২০২২। প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স। তবে এবারের আইপিএলের শুরুর দিকে একাধিক বিদেশী খেলোয়াড়কে পাওয়া যাবে না।
এই মুহুর্তে চলছে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের টেস্ট সিরিজ, যার শেষ ম্যাচ হবে ২৮ মার্চ। এছাড়া পাকিস্তান ও অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ ২৫ মার্চ শেষ হলেও পুরো সফর শেষ হবে ৫ এপ্রিল। এবং দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের মধ্যেকার তিন ম্যাচে ওয়ানডে সিরিজ ২৩ মার্চ শেষ হলেও টেস্ট সিরিজ শেষ হবে ১২ এপ্রিলে। আর এই কারণে শুরুর দিকে ফ্র্যাঞ্চাইজিগুলি নিজেদের একাধিক বিদেশী খেলোয়াড়দের পাবে না।
সব থেকে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে লখনউ সুপার জায়ান্টস ও দিল্লি ক্যাপিটালস। তাদের মোট পাঁচজন করে বিদেশী খেলোয়াড় বাইরে থাকবেন আইপিএলের শুরুর দিকে। দিল্লি ক্যাপিটালসের ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, আনরিখ নর্টজে, মুস্তাফিজুর রহমান ও লুঙ্গি এনগিডি থাকবেন না। যেখানে লখনউ সুপার জায়ান্টসের দলে শুরুর দিকে থাকবেন না মার্কাস স্টোইনিস, জেসন হোল্ডার, কাইল মেয়ার্স, কুইন্টন ডি কক ও মার্ক উড।
এদিকে সব থেকে কম ক্ষতি হবে দুই সফলতম ফ্র্যাঞ্চাইজি মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংসের। চেন্নাই সুপার কিংসের হয়ে শুধু প্রথম দিকে বাইরে থাকবেন ডোয়াইন প্রিটোরিয়াস। এদিকে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে গোটা মরশুমেই খেলবেন না জোফ্রা আর্চার। যদিও আর্চারের অনুপস্থিতির কথা মাথায় রেখে পরের বছরের জন্য তাকে এবারে কিনেছে মুম্বই।
তবে কলকাতা নাইট রাইডার্স বড় ধাক্কা পেয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের জেরে আইপিএলের প্রথম দিকের ম্যাচগুলি খেলতে পারবেন না দুই তারকা অজি ক্রিকেটার অ্যারন ফিঞ্চ ও প্যাট কামিন্স।
রাজস্থান রয়্যালস প্রাথমিকভাবে দক্ষিণ আফ্রিকার রাসি ভ্যান ডার ডুসেনকে মিস করবে, যিনি প্রথম পাঁচটি ম্যাচ মিস করতে পারেন। আইপিএলের প্রথম সপ্তাহে সানরাইজার্স হায়দ্রাবাদের শন অ্যাবট, মার্কো জানসেন এবং এইডেন মার্করামও দলের সঙ্গে থাকবেন না। একই সময়ে, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে অন্তর্ভুক্ত গ্লেন ম্যাক্সওয়েল, জেসন বেহরেনডর্ফ এবং জশ হ্যাজেলউডও উদ্বোধনী ম্যাচে দলের হয়ে খেলতে পারবেন না।