কলকাতা নাইট রাইডার্সের এই পাঁচ তারকা যারা এবারের টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হতে পারে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আসন্ন আইপিএলের জন্য দলগঠন করে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। ইতিমধ্যেই শ্রেয়াস আইয়ারকে নতুন অধিনায়ক হিসেবে নিযুক্ত করেছে। এই পরিস্থিতিতে কলকাতা নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন হতে গেলে খেলোয়াড়দের নিজেদের সেরাটা দিতে হবে।
এই পরিস্থিতিতে আমরা দেখে নেব, কলকাতা নাইট রাইডার্সের পাঁচজন তারকা, যাদের ক্ষমতা রয়েছে এবারের আইপিএলের সেরা খেলোয়াড় হওয়ার।
নিঃসন্দেহে কলকাতা নাইট রাইডার্সের অন্যতম বড় শক্তি হলেন আন্দ্রে রাসেল। যদিও গত দুই মরশুমে সেভাবে ভালো পারফর্ম করেননি রাসেল। তবে রাসেলের ক্ষমতা রয়েছে একার হাতে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার। আর তা তিনি দেখিয়েছিলেন ২০১৯ সালে, যেখানে ৫০০ রান ও ১১ উইকেট নেওয়ার জন্য জিতেছিলেন মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের পুরষ্কার।
সদ্য বাংলাদেশ প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফর্ম করেছেন সুনীল নারাইন, চ্যাম্পিয়ন দলের অংশও ছিলেন। ফলে নারাইনের উপর বড় ভরসা করতেই পারে নাইটরা। বল হাতে ১৪৩টি উইকেট রয়েছে আইপিএলে, এছাড়া ব্যাট হাতে পিঞ্চ হিটারের ভূমিকাও পালন করেছেন নারাইন। ফলে নারাইনও হতে পারেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়।
১২.২৫ কোটি টাকায় এবারের আইপিএল নিলামে শ্রেয়াস আইয়ারকে সই করিয়েছিল কলকারতা নাইট রাইডার্স। অধিনায়ক হিসেবেও নির্বাচন করা হয়েছিল তাকে। আর তারপর থেকে দুর্ধর্ষ ফর্মে রয়েছেন আইয়ার। সদ্য শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনটি টি২০ আন্তর্জাতিকে অর্ধশতরানের হ্যাটট্রিক করেছেন আইয়ার। ফলে দুর্দান্ত ফর্ম ও অধিনায়কত্বের দায়িত্ব নিয়ে তিনি কলকাতার ভরসা হতে পারেন। আর তার সাথে আইয়ারের কাছে ক্ষমতা রয়েছে টুর্নামেন্টের সেরা হওয়ার।
গত মরশুমে দুর্দান্ত বোলিং করে জাতীয় দলে জায়গা করে নিয়েছিলেন রহস্য স্পিনার বরুণ চক্রবর্তী। তবে টি২০ বিশ্বকাপে খারাপ পারফর্মেন্সের জেরে জাতীয় দল থেকে বাদ পড়েছেন বরুণ। এখন বরুণের কাছে বড় সুযোগ কলকাতা নাইট রাইডার্সের হয়ে ভালো পারফর্ম করে জাতীয় দলে নিজের জায়গা ফিরে নেওয়ার।
সদ্য আইপিএল নিলামে ৭.২৫ কোটি টাকায় কামিন্সকে কিনেছে কলকাতা। আর এবার কামিন্সের কাছ থেকে আরও ভাল পারফর্মেন্সের আশা রাখছে নাইটরা। বল হাতে দুরন্ত বোলিং তো করেনই, এছাড়া ব্যাট হাতেও কার্যকরী ইনিংস খেলতে পারেন কামিন্স। ফলে এই অজি তারকাও হয়ে যেতে পারেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়।