আইপিএল ২০২২ নিলামে নামবেন 'মন্ত্রী' মনোজ তিওয়ারি, তালিকায় বাংলার ১৪ জন খেলোয়াড়

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : মঙ্গলবার প্রকাশিত হয়েছে আইপিএল ২০২২ নিলামে খেলোয়াড়দের তালিকা। মোট ৫৯০ জন খেলোয়াড়, যার মধ্যে ২২৮ জন আন্তর্জাতিক তারকা, ৩৫৫ আনক্যাপড ক্রিকেটার ও অ্যাসোসিয়েট দেশ থেকে মোট সাতজন ক্রিকেটার রয়েছেন। মোট ৩৭০জন ভারতীয় ও ২২০জন বিদেশী খেলোয়াড় রয়েছেন এই তালিকায়।
এদিকে এবারের আইপিএল নিলামে মোট ১৪জন বাংলার ক্রিকেটারের দর হাঁকা হবে। এর মধ্যে রয়েছেন বাংলার তারকা ক্রিকেটার মনোজ তিওয়ারি, যিনি বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের যুব ও ক্রীড়াদপ্তরের প্রতিমন্ত্রী। এই মুহুর্তে তিনি বাংলার রঞ্জি দলের একজন সদস্য।
এদিকে আইপিএল নিলামে নামবেন ভারতীয় দলে বাংলার দুই তারকা মহম্মদ শামি ও ঋদ্ধিমান সাহা। এদিকে রয়েছেন শাহবাদ আহমেদ, আকাশ দীপ, ইশান পোড়েল, মুকেশ কুমার, ঋত্বিক রায় চৌধুরি, ঋত্তিক চ্যাটার্জি, সুদীপ চ্যাটার্জি, অভিমন্যু ঈশ্বরন, শ্রীবৎস গোস্বামী এবং প্রয়াস রায় বর্মন।
আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে আয়োজিত হবে আইপিএল ২০২২ এর মেগা নিলাম।