এই আইপিএল ফ্র্যাঞ্চাইজির সাথে রয়েছে বেটিংয়ের যোগাযোগ!

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আসন্ন আইপিএলের ২০২২ এর দুই নয়া ফ্র্যাঞ্চাইজি চুড়ান্ত হয়ে গিয়েছে। আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজি কিনেছে সিভিসি পার্টনার্স, এদিকে লখনউ ফ্র্যাঞ্চাইজি কিনেছে সঞ্জীব গোয়েঙ্কার আরপিএসজি গ্রুপ। কিন্তু এর মধ্যে হঠাতই আবারও উঠে এল বেটিংয়ের চাঞ্চল্যকর অভিযোগ!
আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজির কর্নধার সিভিসি পার্টনার্সের সাথে বেটিংয়ের সম্পর্ক রয়েছে। ১২৫ বিলিয়ন ডলারের সম্পত্তি নিয়ে থাকা বিশ্বের অন্যতম বড় প্রাইভেট ক্রেডিট ও ইক্যুইটি সংস্থা ৫৬২৫ কোটি টাকায় কিনেছে আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজি।
তবে এই সংস্থার ওয়েবসাইট অনুযায়ী, টিপিকো ও সিসাল নামক দুই বেটিং সংস্থায় লগ্নি করেছে সিভিসি। আর এই নিয়েই অভিযোগ তুলেছেন ললিত মোদি, যার হাত ধরে আইপিএলের আগমণ ও বর্তমানে ভারতীয় ক্রিকেট থেকে বহিস্কৃত।
নিজের টুইটারে ললিত মোদি বিসিসিআইকে উদ্দেশ্য করে লিখেছেন, "আমার মনে হয় বেটিং সংস্থাগুলি আইপিএল দল কিনতে পারে, নতুন নিয়ম এসেছে হয়ত। এমনকি এক সংস্থা বড় বেটিং কোম্পানি কিনে রেখেছে। এরপর কি? বিসিসিআই কি নিজেদের হোমওয়ার্ক সেরে আসে না? এই সমস্ত ক্ষেত্রে দুর্নীতি দমন শাখা কি করবে?"
গত সোমবার দুবাইয়ে সকলের সামনেই দুই নয়া ফ্র্যাঞ্চাইজির নিলাম আয়োজিত হয়েছিল। আর সেই নিলামে উপস্থিত ছিলেন বিসিসিআইয়ের উচ্চপদস্থ কর্তারা।